ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে স্ত্রীকে গলা কেটে হত্যা করল পাষণ্ড স্বামী

প্রকাশিত: ০৬:০৩, ১৮ এপ্রিল ২০১৬

রাজশাহীতে স্ত্রীকে গলা কেটে হত্যা করল পাষণ্ড স্বামী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে প্রকাশ্যে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে পাষ- স্বামী। নিহত গৃহবধূর নাম সাফিয়া খাতুন বুলবুলি (২৪)। পরে ঘাতক স্বামী আইনাল হককে আটক করে পুলিশ। এ ঘটনায় আহত একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে পবা উপজেলার বায়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পাঁচ বছরের একটি শিশুপুত্রও রয়েছে। স্থানীয়রা জানান, তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। রবিবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল বলে তারা শুনেছেন। পরে সকাল ১০টার দিকে সাফিয়া বাড়ির আঙিনায় বসে গোবরের নোন্দা (জ্বালানি) তৈরি করছিলেন। এ সময় আশপাশে কেউ ছিল না। এ সুযোগে পেছন থেকে তাকে মাটিতে ফেলে গলায় ছুরি চালিয়ে দেয় আইনাল। এতে ঘটনাস্থলেই মারা যান সাফিয়া। ওই সময় ঘটনা দেখতে পেয়ে সাফিয়ার জা সুমি বেগম তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ওপরও হামলা চালায় ঘাতক আইনাল। গুরুতর আহত অবস্থায় সুমিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে স্থানীয়রা জড়ো হয়ে আইনালকে গণপিটুনি দিয়ে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ রক্তমাখা ছুরিসহ আইনালকে আটক করে। আইনালের বাবার নাম একরামুল হক। স্থানীয়রা জানান, স্থানীয় হিমালয় কোল্ড স্টোরেজে কাজ করেন আইনাল হক। তিনি খানিকটা মানসিক ভারসাম্যহীন। স্ত্রীকে জবাই করার পর রক্তমাখা ছুরি নিয়ে বাড়ির বাইরে গিয়ে আইনাল উন্মাদনা দেখায়। লোকজনকে ওই ছুরি নিয়েই তাড়া করে। এ সময় ভয়ে তার কাছে কেউ যেতে পারেনি। পরে কৌশলে তাকে ধরে পিটুনি দিয়ে থানায় খবর দেয়া হয়। নগরীর শাহ্ মখদুম থানার সহকারী কমিশনার আল আমিন জানান, আইনাল কোল্ড স্টোরেজে চাকরি করে কাজেই তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয় না। সাফিয়ার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ হত্যাকা- ঘটতে পারে।
×