ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন হামলার আশঙ্কায় ইউরোপীয় রাজধানী

প্রকাশিত: ০৩:৫৭, ১২ এপ্রিল ২০১৬

নতুন হামলার আশঙ্কায় ইউরোপীয় রাজধানী

ব্রাসেলসে গত মাসে সংঘটিত সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রকারীরা আসলে প্যারিসেই আবার এ আঘাত হানতে চেয়েছিল- রবিবার এ তথ্য প্রকাশ পেলে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে কেবল উদ্বেগই নেড়ে ওঠেছে। দৃষ্টির বাইরে থাকা ইসলামিক স্টেট নেটওয়ার্কগুলো কেবল ফ্রান্স ও বেলজিয়ামেই নয়, অন্যান্য ইউরোপীয় রাজধানীতেও যেকোন সময় নতুন হামলা চালাতে পারে বলে আশঙ্কা চারা দয়ে ওঠেছে। খবর নিউইয়র্ক টাইমসের। ১৩ নবেম্বর প্যারিসে ও এর আশপাশে সংঘটিত হামলািয় ১৩০ ব্যক্তি নিহত হওয়ার পর গোয়েন্দা বিশেষজ্ঞ ও কর্মকর্তারা যখন তাদের জানা তথ্যগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করছেন, তখন কয়েকটি বিষয় উদ্ঘাটিত হয়েছে। ইউরোপে ইসলামিক স্টেটের তৎপরতার মাত্রা এখনও অজানা রয়ে গেছে, কিন্তু তদন্তকারীরা প্রথমে যেমন বুঝেছিলেন, সেই তৎপরতা আরও বেশি ব্যাপক-বিস্তৃত ও স্তরবিশিষ্ট বলে মনে হয়। যদি প্যারিস ও ব্রাসেলস হামলাই কোন মডেল হয়ে থাকে, তবে ষড়যন্ত্রকারীরা কট্টর চরমপন্থীদের ছাড়াও স্থানীয় অপরাধী নেটওয়ার্কগুলোর ওপর নির্ভর করবে। যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এবং রাশিয়া ইসলামিক স্টেট নেতাদের হত্যা করেছে এবং ইরাক ও সিরিয়ার রণক্ষেত্রে ওই চরমপন্থী সংগঠনের কিছু কিছু সাফল্য নস্যাত করে দিয়েছে। কিন্তু ইসলামিক স্টেট ইউরোপের বহুলাংশে এক অদৃশ্য ও প্রাণঘাতী হুমকি হয়ে দেখা দিয়েছে। বেলজিয়ান প্রসিকিউটররা ঘোষণা করেন যে, শুক্রবার গ্রেফতার হওয়ার ব্যক্তিদের অন্যতম মোহাম্মদ আবরিনি ব্রাসেলস বিমানবন্দরে বোমা হামলায় জড়িত তৃতীয় ব্যক্তি হওয়ার কথা স্বীকার করেছে। এটিকে বেলজিয়ান আইন প্রয়োগকারী সংস্থার জন্য এক বিরল সাফল্য বলে দেখা হয়।
×