ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রসহ নিহত সাত

প্রকাশিত: ০৪:২৬, ৭ এপ্রিল ২০১৬

সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রসহ নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে দুই ছাত্রসহ চার, মুন্সীগঞ্জে দুই ও বাগেরহাটে একজন নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টারদের। সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। এর মধ্যে বুধবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় ৩টি ট্রাকের সংঘর্ষে ২জন নিহত ও অপর ৪জন আহত হয়। অপরদিকে দুপুরে সদর উপজেলার চ-িদাশগাঁতীতে সড়ক পার হবার সময় তৃতীয় শ্রেণীর ছাত্র রাব্বি হোসেন (৯), একই শ্রেণীর ছাত্র বায়েজীদ হোসেন (৯) নামের ২ স্কুলছাত্র নিহত হয়েছে। এদের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামে। অপর নিহতরা হলেন, পঞ্চগড়ের মোহাম্মদ ইসলাম হোসেন (৪০) এবং নওগাঁর হাসান আলী (৩৮)। অপরদিকে সিরাজগঞ্জের সদর উপজেলার সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের চ-িদাসগাতীতে রাস্তা পাড় হবার সময় ইট বোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় ২ স্কুলছাত্র। মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার কেসি রোডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজদিখানের ঘোড়ামাড়া গ্রামের সুকুমার মল্লিকের পুত্র সীমান্ত মল্লিক ও শ্রীনগরের কেওটখালী গ্রামের মৃত হাশেম ব্যাপারীর পুত্র শহিদুল ইসলাম (৪০)। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাগেরহাট ॥ যাত্রীবাহী বাসের ধাক্কায় তাকদির ফকির (২২) নামে এক টেম্পো চালক নিহত এবং ৩০ বাস যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার বারাকপুর এলাকায় খুলনা-বাগেরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাকদির পশ্চিম সায়েড়া গ্রামের হেমায়েত ফকিরের ছেলে। আমার ছেলেকে নিয়ে রাজনীতি করবেন না নিহত সোহেলের বাবা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দু’পক্ষের সংঘর্ষে নিহত সোহেলকে নিয়ে রাজনীতি না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তার বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু তাহের। বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, কারা সোহেলকে হত্যা করেছে আপনারা সবাই জানেন। দয়া করে আমার ছেলেকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। তার হত্যাকারীদের বিচার দাবিতে সোচ্চার হোন। তিনি প্রধানমন্ত্রীর নিকট তার ছেলে হত্যার বিচার দাবি করেন। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নীরব থাকবেন না। সোহেল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ত, আমি যেমন তার অভিভাবক, তেমনি বিশ্ববিদ্যালয়ে আপনরাও সোহেলের অভিভাবক। তার হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে আপনাদের সহযোগিতার প্রয়োজন। দুপুর ১২টা থেকে প্রেসক্লাব ভবনের সামনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষ ও অনুষদের শিক্ষার্থীরা একত্রিত হতে থাকেন। সাড়ে ১২টায় তারা সেখানে মানববন্ধনের আয়োজন করেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। মুন্সীগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকান গুঁড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ বিভাগ। বুধবার দুপুরে দোকানগুলো গুঁড়িয়ে দেয়া হয়। জানা গেছে, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে ব্যবসা চালিযে আসছিল স্থানীয়রা।
×