ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেপুটি গবর্নর নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশিত: ০১:১২, ২৮ মার্চ ২০১৬

ডেপুটি গবর্নর নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গবর্নরের ফাঁকা আসন পূরণে সোমবার বিজ্ঞাপন দিয়েছে অর্থমন্ত্রণালয়। এর আগে রবিবার অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিজ্ঞপ্তি প্রকাশের সার্কুলার জারি করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে বা বিদেশে কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের বিশ্লেষণ ও বাস্তবধর্মী অভিজ্ঞতা থাকতে হবে। দেশ বা বিদেশ থেকে কমপক্ষে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগহী প্রার্থীদের জীবন বৃত্তান্তের হার্ড কপি ও সফট কপি অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাসের ঠিকানায় আগামী ১৩ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় গত ১৫ মার্চ আতিউর রহমান গভর্নর পদ থেকে পদত্যাগ করেন। ওইদিনই সরকার দুজন ডেপুটি গভর্নর আবুল কাসেম ও নাজনীন সুলতানাকে তাদের পদ থেকে অব্যহতি দেয়। এর পরের দিন সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে গভর্নর পদে ৪ বছরের জন্য নিয়োগ দেয় সরকার। একইসঙ্গে ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি গঠন করে সার্কুলার জারি করে। পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে পাঁচ সদস্যের এই সার্চ কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সার্চ কমিটির প্রধান কাজী খলীকুজ্জমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ডেপুটি গভর্নর পদে নিয়োগের জন্য আগামী রবিবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগ্রহীদের আবেদন নেওয়া হবে ১৩ এপ্রিল পর্যন্ত।
×