ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফতুল্লায় সিএনজি অটো রিকশাসহ নিখোঁজ চালককে উদ্ধার করতে পারেনি পুলিশ

প্রকাশিত: ০২:০৮, ২৬ মার্চ ২০১৬

ফতুল্লায় সিএনজি অটো রিকশাসহ নিখোঁজ চালককে উদ্ধার করতে পারেনি পুলিশ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ চালক মো: সবুজ (৩২)কে গত ৪ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ২৪ মার্চ নিখোঁজ সিএনজি চালক সবুজের স্ত্রী সামসুর নাহার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী ( জিডি নং-১৩২৬) করেন। এদিকে সবুজের পরিবার বার বার পুলিশের কাছে ধর্না দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না। জিডিতে নিখোঁজ সিএনজি চালক সবুজের স্ত্রী সামসুনাহার অভিযোগ করেন, গত ২৩ মার্চ সকাল আটটার দিকে সদর উপজেলার ফতুল্লার কোতালেরবাগ বৌ-বাজারের ভাড়া বাসা থেকে বের হয়ে শিবু মার্কেটের সস্তাপুরের বাদলের গ্যারেজে যায়। সেখান থেকে সিএনজি অটো রিকশা( ঢাকা থ ১১-৭৬৬৭ ) নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের শিবু মাকের্ট স্ট্যান্ডে দুপুর ১২ টা পর্যন্ত ছিলো। এরপর থেকে তার কোন খোঁজ নেই। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রয়েছে। এদিকে এক মাত্র ছেলে সবুজকে না পেয়ে তার বাবা মোনতাজ মোল্লা, স্ত্রী ও একমাত্র মেয়ে জান্নতুল ফেরদৌস মুষড়ে পড়েছেন। অসহায় পরিবারটি এ ব্যাপারে সংশ্লিষ্ট্রদের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা উপ-পরিদর্শক(এসআই) মো‍ঃ সাদিকুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সবুজের মুঠোফোনের কললিষ্ট তদন্ত করে দেখা হচ্ছে।
×