ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোমায় নিজেকে উড়িয়ে দিতে চেয়েছিলেন, পরে মত পাল্টান

প্রকাশিত: ০৪:১০, ২১ মার্চ ২০১৬

বোমায় নিজেকে উড়িয়ে দিতে চেয়েছিলেন, পরে মত পাল্টান

ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার পর সালাহ আবদে সালাম নিজেকে বোমায় উড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পরে মত পরিবর্তন করেন বলে তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন। এদিকে ফরাসী বিচারমন্ত্রী জ্যাঁ-জ্যাঁক উরভোয়াস শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, বেলজিয়াম আগামী তিন মাসের মধ্যে সালামকে ফ্রান্সের কাছে হস্তান্তর করবে। ফরাসী বিচারমন্ত্রী এক বিবৃতিতে জানান, যদি তিনি আপীল করেন তবে গ্রেফতারের ৬০ অথবা ৯০ দিনের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হবে। ফ্রান্সের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, আবদে সালামকে হস্তান্তরের সিদ্ধান্ত নিতে বেলজিয়াম সর্বোচ্চ ৯০ দিন সময় পাবে। আইনজীবীরা জানিয়েছেন, নবেম্বরের ভয়াবহ প্যারিস হামলায় সালাম প্রধান ভূমিকা পালন করে। গ্রেফতারের পরই বেলজিয়ামে সালাহ আবদে সালামের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। -বিবিসি ও এএফপি
×