ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেঘনায় ৫শ’ যাত্রীসহ লঞ্চের ইঞ্জিন বিকল

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ মার্চ ২০১৬

মেঘনায় ৫শ’ যাত্রীসহ লঞ্চের ইঞ্জিন বিকল

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৭ মার্চ ॥ চাঁদপুরে মেঘনা নদীর মতলব উত্তর ষাটনল এলাকায় ৫শ’ যাত্রী নিয়ে ঢাকা থেকে চাঁদপুর অভিমুখী এমভি ময়ূর-৭ এর ইঞ্জিন বিকল হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। এমভি ময়ূর লঞ্চের চাঁদপুরের মালিক প্রতিনিধি আজগর আলী বলেন, ঢাকা সদরঘাট থেকে প্রায় ৫শ’ যাত্রী নিয়ে লঞ্চটি দুপুর আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনাস্থলে আসলে লঞ্চের দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। যাত্রীদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে। চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লঞ্চের দুটি ইঞ্জিনই বিকল হয়ে গেছে। এ কারণে যাত্রীরা কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে। তবে মালিকপক্ষ যাত্রীদের উদ্ধারের জন্য ঈগল লঞ্চ নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছে।
×