ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এই সময়ে শাহীন হাসান

প্রকাশিত: ০৪:২৫, ১০ মার্চ ২০১৬

এই সময়ে শাহীন হাসান

স্টাফ রিপোর্টার ॥ টিভি এবং চলচ্চিত্র মিডিয়ায় অনেকেই কাজ করেন, প্রশংসিত হন। তবে কেউ কেউ নীরবে কাজ করে যান, প্রচারের আলোয় আসেন না। তেমনি একজন প্রচারবিমুখ অভিনয়শিল্পী শাহীন হাসান। এই সময়ের অন্যতম মেধাবী অভিনেতা শাহীন হাসান। তার অভিনীত দুই শতাধিক খ- নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছে। বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেও কাজ করেছেন। তার অভিনীত কিছু চরিত্র জনপ্রিয়তাও অর্জন করেছে, পেয়েছেন খ্যাতি। বিশেষ করে নাটকে অভিনয় করে ‘আরামপ্রিয় মানুষ’ নামে পরিচিতি পেয়েছেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘ফেরিওয়ালা’, ‘মটর সাইকেল’, ‘তোমাদের জন্য’, ‘চিত্রকর’, ‘সাগর’, ‘সা-রে-গা-মা-পা’, ‘বিষের জাল’, ‘পুনর্জন্ম, ‘মেয়ে থাকে স্কটল্যান্ডে’, ‘বজলুর ইতিকথা’, ‘সবুজ সব পারে’, ‘বাঙালী বিয়ে’, ‘নাগরদোলা’, ‘ন্যায়-অন্যায়’, ‘জ্ঞানী’, ‘রিক্তের বেদন’, ‘আপদ’, ‘ঢুলিবাড়িতে বদরজান’, ‘ঢুলিবাড়িতে ১০নং বিপদ সংকেত’সহ অসংখ্য নাটক। এ নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচারের এখন ইউটিউবে দেখা যাচ্ছে। বর্তমানে শাহীন অভিনীত ৪টি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এর মধ্যে আরটিভির ‘অনাকাক্সিক্ষত সত্য’, এটিএনবাংলায় ‘দাগ’ ও ‘ডি,বি’। চ্যানেল আইতে ‘পরান কোকিলা’। শূটিং চলছে আহসান আলমগীর রচিত এবং অরণ্য আনোয়ার পরিচালিত ধারাবাহিক ‘একদিন ছুটি হবে’। আরও ২টা ধারাবাহিক নাটকের শূটিং শীঘ্রই শুরু হবে। নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘দুর্ধর্ষ খুনী’ অন্যতম। এতে তার বিপরীতে অভিনয় করেন ভারতের শিবানী মুখার্জী। তখন তার ৪টি চলচ্চিত্র মুক্তি পায়।
×