ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারীর অধিকার নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ॥ চুমকি

প্রকাশিত: ০৫:৫৪, ৭ মার্চ ২০১৬

নারীর অধিকার নিয়ে  ঐক্যবদ্ধভাবে কাজ  করতে হবে ॥  চুমকি

স্টাফ রিপোর্টার ॥ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, নারীর অধিকার নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই যদি এক সঙ্গে কাজ করি তাহলে ২০৩০ সালের মধ্যে নারী-পুরুষের সমতা আনয়ন করতে পারব; তবেই নারীর প্রতি সকল বৈষম্য রোধ হবে। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উপলক্ষে মহিলাবিষয়ক অধিদফতর আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ সেøাগানকে সামনে রেখে এই মানববন্ধনে অংশ নেয় সরকারী-বেসরকারী কয়েকটি সংগঠন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর অধিকার নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবহুল আমাদের এই দেশে সব সমস্যা সরকারের এককভাবে সমাধান করা সম্ভব নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে অধিকার আদায়ে কাজ করলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সর্বত্রই প্রতিদিন অসংখ্য নারীর অধিকার হরণ হচ্ছে। তাদের বড় অংশটিই মানবাধিকার বিষয়ে অজ্ঞ। আমাদের দেশে নারীর অধিকার রক্ষায় সচেতনতার অভাব রয়েছে। নারী নির্যাতিত হচ্ছে ঘরে-বাইরে, পরিবার-অফিস-আদালতেও। বিভিন্নস্কুল কলেজের ছাত্রী ও বিভিন্ন পেশার নারী প্রতিনিধি ছাড়াও মানববন্ধনে অনদের মধ্যে অংশ নেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদফতরের মহা-পরিচালক সাহিন আহ্মেদ চৌধুীর প্রমুখ।
×