ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে চায় না ॥ নাসিম

প্রকাশিত: ০৯:০৭, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে চায় না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, কখনও জোর করে ক্ষমতায় আসেনি, জোর করে ক্ষমতায় থাকতে চায় না। জনগণের মন জয় করে ক্ষমতায় আসতে চায়। দেশ ও জনগণের স্বার্থরক্ষায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। রবিবার মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে স্ক্যানো ও এনআইসিইউ এবং কম্পিটেন্সি বেইজড ট্রেনিং ইন নিউট্রিশনের টিওটি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ইনস্টিটিউট মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নুরুল হক, ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক নাজনীন কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
×