ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে সংস্কৃতি চর্চার বিকাশ ঘটাতে হবে ॥ নূর

প্রকাশিত: ০৩:৫০, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

দেশে সংস্কৃতি চর্চার  বিকাশ ঘটাতে  হবে ॥ নূর

স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ ঐতিহ্যবাহী ঈশ^রদী বইমেলার তৃতীয় দিন রবিবার বিকেলে মেলা মাঠের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাট্য ব্যক্তিত্ব ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মু. খলিলুর রহমান, জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার আলমগীর কবীর, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি ও সাহিত্যিক সোহানী হোসেন, ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ^াস, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, আ’লীগ নেতা গোলাম মোস্তফা চান্না, ইসহাক আলী মালিথা। মেলা আযোজক কমিটির আহ্বায়ক ইফতেখার আলম ইন্টুর সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন, প্রকৃত পক্ষে দেশে সংস্কৃতি চর্চা কমে গেছে। মানুষ আত্মকেন্দ্রিক হয়েছে। গানের শিক্ষক খুঁজে পাওয়া যায় না। অনুষ্ঠানে নাসরিন নিহারের লেখা মুক্তিযুদ্ধে ৭১ বইয়ের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ করা হয়।
×