ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ঘাটতি, এএফসি কাপ খেলতে শনিবার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ

তবু জয়ের আশা শেখ জামালের

প্রকাশিত: ০৪:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০১৬

তবু জয়ের আশা শেখ জামালের

স্পোর্টস রিপোর্টার ॥ বাছাইপর্বে দুর্দান্ত খেলেছিল শেখ জামাল ধানম-ি ক্লাব। এএফসি কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে বাংলাদেশের সেরা এই ক্লাবটি ওঠে দুই ম্যাচে ৪-১ গোলের জয় ও ১-১ গোলে ড্র করে। এবার পরীক্ষা আরও কঠিন। এর মধ্যে দলটির কোচ বদলেছে। দায়িত্ব নিয়েছেন সাবেক ফুটবলার ও দেশের স্বনামধন্য বেশ কয়েকটি ক্লাবের সফল কোচ শফিকুল ইসলাম মানিক। আরও বড় পরিবর্তন হচ্ছে ১১ জন খেলোয়াড় ছেড়ে গেছেন দল। মাত্র কয়েকজন আছেন পুরনোদের মধ্যে। আর দুর্দান্ত ফর্মে থাকা বেশ কয়েকজন বিদেশী নিয়ে গড়া দলে সন্তুষ্ট নতুন কোচ মানিক। যদিও বেশিদিন একসাথে অনুশীলন করিয়ে গুছিয়ে নিতে পারেননি নিজের মতো। এরপরও তিনি আশা করছেন সাফল্য পাবে দল। প্রতিপক্ষ সম্পর্কে ধারণা না থাকলেও টিম লিডার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু প্রত্যয় জানিয়েছেন জয় পাওয়ার। শনিবার দুুপুরেই শেখ জামাল ক্লাব সবমিলিয়ে ২৭ সদস্যের দল সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। আগামী মঙ্গলবার প্রথম রাউন্ডে সিঙ্গাপুরের জালান বাশার স্টেডিয়ামে দেশটির স্বনামধন্য ক্লাব টেম্পাইন্স রোভার্সের বিরুদ্ধে মুখোমুখি হবে শেখ জামাল। মানিকের প্রথম মিশনটাই বড় পরীক্ষা দিয়ে শুরু। এএফসি কাপের বাছাইয়ে দারুণ সফল হওয়ার পর এখন বাংলাদেশের জনপ্রিয় ও সেরা ক্লাবটির দিকে দেশের ফুটবলপ্রেমীদের একটা দৃষ্টি থাকবে। তাই মানিকের জন্যও বেশ বড় চ্যালেঞ্জ নতুন করে বড় কোন ক্লাবের দায়িত্ব পাওয়ার পর। তবে মানিক বেশিদিন সুযোগ পাননি দলকে নিজের মতো করে গুছিয়ে নেয়ার। কারণ এর মধ্যে ১১ ফুটবলার চলে গেছেন। আর তিনি সময় পেয়েছেন সপ্তাহ খানেকের মতো। এ বিষয়ে মানিক দেশ ছাড়ার আগে বলেন, ‘জয়ের আত্মবিশ্বাস নিয়েই খেলতে যাচ্ছি। বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড় নিয়ে আমরা বেশ পরিণত একটি দল। তবে প্রতিপক্ষকে অবশ্যই সমীহ করতে হবে। ঘরের মাঠে তারা আমাদের বিরুদ্ধে খেলবে তাই অবশ্যই আমাদের জন্য কঠিন হবে।’ দলকে নিয়ে আরও কিছুদিন অনুশীলন করা সম্ভব হলে সেটা ভাল হতো বলে মনে করেন মানিক। তিনি বলেন, ‘ন্যূনতম এক মাস সময় পেলে প্রস্তুতিটা ভাল হতো। তারপরও আমি দল নিয়ে আশাবাদী।’ শেখ জামালের অধিনায়ক হয়েছেন হাইতির স্ট্রাইকার ওয়েডসন আনসেলমে। এছাড়াও এমেকা ডার্লিংটন, ডারবো ল্যান্ডিংদের মতো বিদেশী খেলোয়াড়রা দলে থাকায় দলটার শক্তিমত্তা এখনও কমেনি। তাছাড়া মাঝমাঠের ভরসা হিসেবে আছেন জামাল ভুঁইয়া, সোহেল রানা ও এনামুল হকরা। এ কারণে আশাবাদী টিম লিডার চুন্নু নিজেও। তিনি বলেন, ‘লক্ষ্য জয়, তবে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নেই। আমি আশাবাদী যে ১০০ ভাগ দিয়ে খেলতে পারলে জিতব। প্রস্তুতির তেমন সুযোগ পাওয়া যায়নি। ১১ জন নির্ভরযোগ্য খেলোয়াড় চলে যাওয়ার কারণে নতুন করে সাজাতে হয়েছে দল। সবাইকে নিয়ে বেশিদিন সমন্বিত অনুশীলন করার সময় পাওয়া যায়নি। সে কারণে প্রস্তুতি ঘাটতি কিছুটা রয়েছে। যদিও আগের কয়েকজন এখনও দলে আছেন। আশা করছি এ দলটি নিয়ে আমরা সাফল্য পাব।’ মঙ্গলবার টেম্পাইন্সের সঙ্গে খেলে দেশে ফিরবে শেখ জামাল। এরপর ৮ মার্চ দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আছে ফিলিপাইনের ক্লাব সেরেসের বিরুদ্ধে। দলের সাফল্য অর্জনের লক্ষ্যে ক্লাব সভাপতি ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা দলকে ৫০ হাজার মার্কিন ডলার আর্থিক বোনাস দেয়ারও ঘোষণা দিয়েছে। শেখ জামাল স্কোয়াড ॥ গোলরক্ষক- মাজহারুল ইসলাম হিমেল, শহিদুল আলম সোহেল, মোঃ মাকসুদুর রহমান; ডিফেন্ডার- মোঃ ইয়াসিন খান, কেস্ট কুমার বোস, তপু বর্মণ, রিদওয়ান বিন রহমান রাকিন, ইয়ামিন আহমেদ চৌধুরী, জাহেদ পারভেজ চৌধুরী, মোঃ লিঙ্কন; মিডফিল্ডার- জামাল ভুঁইয়া, নূর রহমান, সোহেল রানা, ডারবো ল্যান্ডিং, এনগুয়েন হ্যাং চিউকো; স্ট্রাইকার- মোহাম্মদ এনামুল হক, ওয়েডসন আনসেলমে (অধিনায়ক), এমেকা ডার্লিংটন। টিম লিডার- আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ম্যানেজার- আনোয়ারুল করিম হেলাল, প্রধান কোচ- শফিকুল ইসলাম মানিক।
×