ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাউন্সিল করার জন্য সরকার জায়গা দিচ্ছে না ॥ খালেদা

প্রকাশিত: ০৮:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

কাউন্সিল করার জন্য সরকার জায়গা দিচ্ছে না ॥ খালেদা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় কাউন্সিলের জন্য সরকার কোন জায়গা দিচ্ছে না। যদিও সরকারের তরফ থেকে কাউন্সিল করতে বাধা হবে না বলা হচ্ছে। অথচ কাউন্সিল করার জন্য তিনটি জায়গার প্রস্তাব করা হয়েছে, এখন পর্যন্ত একটিও অনুমতি মেলেনি। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুলশান কার্যালয়ে তাঁতী দলের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সভায় বিএনপি প্রধান এসব অভিযোগ করেন। তিনি বলেন, সরকার বলছে কাউন্সিল করতে বাধা দেবে না। আবার কোথায় করব সে জায়গার অনুমতিও দিচ্ছে না। তাহলে আমরা কাউন্সিল কোথায় করব? তিনি বলেন, আমরা কাউন্সিল করে দলকে সুসংগঠিত করব। সংগঠনকে আরও শক্তিশালী করব। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করব। দেশের আজ ভীষণ খারাপ অবস্থা। দেশে গণতন্ত্র না থাকায় দেশের উন্নতিও হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে গুম, খুন, দুর্নীতি চালাচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, মুসলমানের ওপর অত্যাচার-জুলুম হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়া বলেন, এই সরকার পুলিশকে যে প্রশ্রয় দিয়েছে তাতে পুলিশ বলছে, আমাদের জোরে সরকার টিকে আছে। এখন পুলিশকে নিয়ন্ত্রণ করবে কারা? বিনা কারণে পুলিশ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, গুলি করে হত্যা করছে, গুম করছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, সাগর-রুনী হত্যাকারীদের সরকার এখনও গ্রেফতার করতে পারেনি। দেশের মানুষ বোকা নয়, তারা জানে সাগর-রুনীকে কারা হত্যা করেছে। কিন্তু সরকার তাদের ধরছে না। তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×