ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে দু’জনকে অপহরণের পর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

খাগড়াছড়িতে দু’জনকে অপহরণের পর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেলার পানছড়ির তালতলা এলাকা থেকে সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদার সাইফুউদ্দিন শাহীন গাজী ও ম্যানেজার রহুল আমীনকে অপহরণ করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। অপহরণকারী মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করছে। গত রবিবার সকাল এগারোটার দিকে এ অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন আল-আক্কাস ট্রেডিং কর্পোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাসির মল্লিক। আল-আক্কাস ট্রেডিং কর্পোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাসির মল্লিক জানান, খাগড়াছড়ির পানছড়ি-গৌরঙ্গ পাড়া সড়কে তার ১ কোটি ৭০ লাখ টাকার কাজ চলছিল। তার পক্ষে কাজটি তদারকি করছিলেন ঠিকাদার সাইফুউদ্দিন শাহীন গাজী ও ম্যানেজার রহুল আমীন। কাজ চলাকালে একটি আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের নামে চাঁদা দাবি করা হয়। আগামী ২০ ফেব্রুয়ারি বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু মাঝে কাজ বন্ধ করে দিলে ১৩ ফেব্রুয়ারি শনিবার ১৩ হাজার টাকা দিয়ে একটি মোবাইল সেট কিনে দেয়া হয়। পরের দিন আবার দেখা করার কথা বলে তাদের তালতলা এলাকায় ডেকে নেয়া হয়। ঠিকাদার সাইফুউদ্দিন শাহীন গাজী ও ম্যানেজার রহুল আমীনকে বহনকারী মোটরসাইকেলের চালক দেলোয়ার হোসেন জানান, তিনি দু’জনকে তালতলা এলাকায় পৌঁছে দেয়ার পর চার অস্ত্রধারী যুবক দু’জনকে রেখে তাকে চলে যেতে বলে। আল-আক্কাস ট্রেডিং কর্পোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাসির মল্লিক জানান, অপহরণের দুদিন পর সন্ত্রাসীরা মোবাইল ফোনে তাদের মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করে। গত কয়েক দিনে অপহরণকারী ও অপহৃতদের সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা জানান, ঠিকাদার নাসির মল্লিকের অনুরোধে তিনি অপহরণকারীদের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। অপহরণকারীদের দাবি অনুযায়ী এত টাকা দিতে পারবে না মর্মে সাফ জানিয়ে দিয়েছেন নাসির মল্লিক। খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ মজিদ আলী জানান, অপহৃতদের আত্মীয়-স্বজনরা মামলা না করায় অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
×