ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

ঝলক

বাসে ভাড়া লাগবে না ভারতের তামিলনাড়ু রাজ্যে বিনামূল্যে গণপরিবহন ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন বয়স্ক লোকজন। ৬০ পেরুনো বয়স্ক লোকজন এখন থেকে ওই রাজ্যে প্রতিমাসে সর্বোচ্চ ১০ বার বিনামূল্যে বাসে ভ্রমণ করতে পারবেন। বয়স্ক লোকজন এখন থেকে বিনামূল্যে বাসে ভ্রমণের সুযোগ পাচ্ছেন, বৃহস্পতিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা রাজ্য বিধানসভায় এ কথা ঘোষণা করে বলেন, তার দল এআইএডিএমকে একে একে সব নির্বাচনী প্রতিশ্রুতিই পূরণ করেছে। বিধানসভায় উল্লেখ করা হয়, ২৪ ফেব্রুয়ারি জয়ললিতার ৬৮তম জন্মদিন থেকে বয়োজ্যেষ্ঠ লোকদের জন্য এ সুবিধা চালু হচ্ছে। ২০১১ সালে দলটি ক্ষমতায় আসার পর থেকে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে দুধ দেয়া গরু, ভেড়া ও অন্যান্য গৃহস্থালি সামগ্রী এবং শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছে বলে জয়ললিতা জানান। বয়োজ্যেষ্ঠদের জন্য বিনামূল্যে গণপরিবহন সুবিধা চালু প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে চেন্নাইয়ের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন এটি বাস্তবায়ন করবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এ সেবা সম্প্রসারিত হবে। -ইন্ডিয়া এক্সপ্রেস বেকারত্ব বাড়াবে রোবট মানুষ দৈনন্দিন জীবনে যা করে থাকে খুব শীঘ্রই এমন রোবট আসছে, যা দিয়ে এগুলোর অধিকাংশই করা যাবে। বিজ্ঞানীরা আশা করছেন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন যে তড়িৎগতিতে হচ্ছে তার ফলে এ রকম দিন হয়ত বেশি দূরে নয়। পাশাপাশি দুঃসংবাদটি হলো বেকারত্বও দিন দিন বেড়ে যাবে। চলতি সপ্তাহে মার্কিন বিজ্ঞানীদের একটি গ্রুপ আশঙ্কা প্রকাশ করে বলেছে, উন্নতমানের রোবট আগামী ৩০ বছরে কয়েক কোটি লোককে বেকার বানাবে। টেক্সাসের রাইস ইউনিভার্সিটির তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক মোশে ভার্ডি বলেন, ‘আমরা এমন এক যুগের দিকে ধাবমান হচ্ছি যেখানে মানুষের কাজগুলো হাতিয়ে নেবে যন্ত্র। মানুষ হয়ে পড়বে বেকার। আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো- রোবট যদি মানুষের বেশিরভাগ কাজ করে দেয় তবে মানুষ কী করবে?’ তিনি আরও প্রশ্ন রাখেন- বেকারত্বের হার ৫০ শতাংশে দাঁড়ালে বিশ্ব অর্থনীতি কি সেই ধাক্কা সইতে পারবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন কলকারখানায় দুই লাখের ওপর রোবট নিয়োজিত আছে এবং এ সংখ্যা ক্রমেই বাড়ছে। ভার্ডি বলেন, রোবটিক্সের উন্নয়ন গত ২০ বছরে কর্মক্ষেত্রে পুরো চেহারাটি বদলে দিয়েছে, তা লক্ষ্য করার মতো। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন যে গতিতে হচ্ছে তাতে আগামী ৩০ বছরে আরও অনেক নাটকীয়তা অপেক্ষা করছে বলে তিনি মনে করেন। তার মতে, মানুষের করার উপযোগী নতুন নতুন কাজ খুঁজে বের করতে হবে। -টেলিগ্রাফ ক্ষুদে বিশ্বপর্যটক! বয়স তার সবেমাত্র ১৬ মাস। এরই মধ্যে সে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভারত, থাইল্যান্ডসহ ১২টি দেশের মাটিতে পা রেখেছে। নাম এসমে। যুক্তরাজ্যের বাসিন্দা ক্যারেন এডওয়ার্ডস ও শন বেইন দম্পতির শিশুসন্তান। মা-বাবাই তার ভ্রমণসঙ্গী। ভ্রমণ নেশায় বিভোর এই দম্পত্তি তাদের শিশুকে নিয়ে ঘুরে চলেছেন দেশের পর দেশ। এজন্য তারা গাড়ি-বাড়ি বিক্রি করেছেন। ছেড়েছেন পেশা। এখন শুধু বাক্সপেটরা আর মেয়েকে নিয়ে এই দম্পত্তি ঘুরে বেড়ান এক দেশ থেকে অন্য দেশে।
×