ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা হত্যা মামলার অভিযোগপত্র দাখিল ॥ এমপি রানা সহ ১৪জন আসামী

প্রকাশিত: ১৯:২৩, ৪ ফেব্রুয়ারি ২০১৬

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা হত্যা মামলার অভিযোগপত্র দাখিল ॥ এমপি রানা সহ ১৪জন আসামী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল॥ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঞ্চল্যকর এ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিনভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি, জেলার ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। অপর আসামীরা হলো- আনিসুল ইসলাম রাজা, মোহাম্মদ আলী, ফরিদ মিয়া, সমির, কবির হোসেন, সাবেক কমিশানার মাসুদ মিয়া, চানে, নুরু, সানোয়ার হোসেন ও দাত ভাঙ্গা বাবু। অভিযুক্তদের বিরুদ্ধে ৩০২/৩৪/১২০ বি ধারায় হত্যার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান। আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যাকান্ডের তিন বছর ১৫ দিন পর গোয়েন্দা পুলিশ আদালতে এ অভিযোগপত্র দাখিল করল।
×