ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুটবলার জাহিদের ওপর নিষেধাজ্ঞার খড়গ!

প্রকাশিত: ০৬:১৫, ৪ ফেব্রুয়ারি ২০১৬

ফুটবলার জাহিদের ওপর নিষেধাজ্ঞার খড়গ!

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠ এবং মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গের দায়ে ফুটবল থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন তারকা ফুটবলার-উইঙ্গার জাহিদ হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ এবং বঙ্গবন্ধু গোল্ডকাপে ব্যর্থতা খতিয়ে দেখার জন্য গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে দেশের আলোচিত এ ফুটবলারকে নিষিদ্ধ করার সুপারিশ করবে। কমিটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ বৃহস্পতিবার কমিটির প্রতিবেদন বাফুফেতে জমা দেয়ার কথা। সূত্র মতে, অন্তত ৫ বছর জাহিদকে কেবল জাতীয় দল থেকেই নয়, সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধের সুপারিশ করতে যাচ্ছে কমিটি। শৃঙ্খলাভঙ্গের কারণে জাহিদকে এর আগে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডও বহিষ্কার করেছিল। কেবল মদ্যপানই নয়, জাহিদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ঘটনাও বেরিয়ে এসেছে তদন্তে। কেরলেয় সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন হোটেলের এক নারীকর্মীকে কু-প্রস্তাব দিয়েছিলেন জাহিদ! জানা গেছে, হোটেল কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জানানোর পর কোন ব্যবস্থা না নেয়ায় হোটেলের নারীকর্মীরা একদিন কর্মবিরতিও পালন করে। বঙ্গবন্ধু গোল্ডকাপ চলাকালীন রাতে হোটেলে ছেড়ে বাইরে গিয়ে মদ্যপান করেন জাহিদ। যে কারণে তাকে ক্যাম্প থেকে বহিষ্কার করা হয়েছিল। শেখ মোঃ আসলাম, ইলিয়াস হোসেন ও আজমল আহমেদ তপনের সমন্বয়ে গঠিত ফ্যাক্ট ফান্ডিং কমিটির তদন্তে জাতীয় ফুটবল দলের ব্যর্থতার এমন ভয়াবহ কারণ বেরিয়ে এসেছে। তদন্ত প্রতিবেদনে ওই জাতীয় দলকে ঢেলে সাজানোরও সুপরিশ থাকছে।
×