ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান

প্রকাশিত: ০৫:৩৫, ২৯ জানুয়ারি ২০১৬

বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কানাডাকে ১৯৬ রানে হারিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা । অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে টসে জিতে ব্যাট করতে নেমে ৩১৫ রানের বড় সংগ্রহ করে শ্রীলঙ্কা। তাদের হয়ে চার ব্যাটসম্যান পঞ্চাশ উর্ধ ইনিংস খেলেছে। শ্রীলঙ্কার ওপেনার কেভিন বানদারা ৬১ রানের ইনিংস খেলেন। তার ৮৪ বলে সাজানো ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি। আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দো করেন ১৬ রান। উদ্বোধনী জুটি থেকে আসে ৪৪ রান। দলীয় ৪৪ রানেই লঙ্কানদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে তিন নম্বরে নামা কামিন্দু মেন্ডিস শূন্য রানে ফিরে গেলে। লঙ্কান দলপতি চারিথ আসালাঙ্কা করেন ইনিংস সর্বোচ্চ ৭৬ রান। তার ৬৯ বলের ইনিংসে ছিল ৯টি চারের মার। সামু আসহান অপরাজিত থাকেন ৭৪ রানে। ৬১ বলে তিনটি করে চার ও ছক্কায় তিনি তার ইনিংস সাজান। উইকেটরক্ষক ব্যাটসম্যান ভিসাদ রান্দিকা ৪৭ বলে চারটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে করেন ৫১ রান। শেষদিকে ১৩ বলে তিনটি চার আর দুটি ছক্কায় ওয়ানিদু হাসারাঙ্গা ২৮ রান করেন। কানাডার হয়ে দুটি উইকেট তুলে নেন আবদুল হাসিব। ৩১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নেন আনানথারাজা । বিশাল টার্গেটের বোঝার সামনে দাঁড়াতে পারেনি কানাডা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কানাডা। তাদের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন আরস্তান। তিনি ছাড়া বাকি ব্যাটসম্যানরা বলার মতো রান করতে না পারলে মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায় কানাডা। এদিকে অনুর্ধ-১৯ বিশ্বকাপে সিলেট পর্বের শ্রীলঙ্কা ও কানাডার খেলার মধ্যদিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত হলো সিলেট জেলা স্টেডিয়াম। এর আগে অনুর্ধ-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট, বঙ্গবন্ধু কাপ ফুটবল, বাংলাদেশ-নেপাল প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলেও এবারই প্রথম জেলা স্টেডিয়ামে গড়ালো আন্তর্জাতিক কোন ম্যাচ। সিলেট জেলা স্টেডিয়াম আউটফিল্ড ক্রিকেট ম্যাচের উপযোগী ছিল না। গত তিন মাস আগে অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভেন্যুর তালিকায় জায়গা করে নিলে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) ৯৭ লাখ টাকা ব্যয়ে স্টেডিয়ামটির সংস্কার কাজে হাত দেয়। নতুন করে উইকেট নির্মাণ, আউটফিল্ড ক্রিকেট খেলার উপযোগী করা ছাড়াও প্রেসবক্সের আধুনিকায়ন, ড্রেসিংরুমের সংস্কার করা হয়েছে। এতোদিন কোন আন্তর্জাতিক আয়োজনের অভিজ্ঞতা ছিল না ষাটের দশকে নির্মিত এই স্টেডিয়ামটির। অবশেষে ২৮ জানুয়ারি শ্রীলঙ্কা-আফগানিন্তান ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যুর স্বাদ পেয়েছে। এবারের অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে পাঁচটি ম্যাচ। লাক্কাতুরাস্থ সিলেট বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩টি ও রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে ২টি।
×