ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে পুলিশী বাঁধায় সাঈদী পুত্রের সভা পন্ড

প্রকাশিত: ২২:২৫, ২৮ জানুয়ারি ২০১৬

বাঁশখালীতে পুলিশী বাঁধায় সাঈদী পুত্রের সভা পন্ড

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভায় সাঈদী পুত্রের আগমনকে ঘিরে সংঘর্ষের আশংকায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পুলিশী বাঁধায় সাঈদী পুত্রের সমাবেশ পন্ড হয়ে গেছে। সভাস্থলে মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী উপস্থিত থাকবেন বলে অপ-প্রচার চালিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় সাংসদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও মাদ্রাসাটির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জনকন্ঠকে জানান তিনি। আজ বৃহস্পতিবার সংঘর্ষ এড়াতে সভাস্থল ও আশপাশ এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার।
×