ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই বাংলার এ্যালবাম ‘সুরে সুরে দুই বাংলা’

প্রকাশিত: ০৬:৩০, ২৮ জানুয়ারি ২০১৬

দুই বাংলার এ্যালবাম ‘সুরে সুরে দুই বাংলা’

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতের সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন শিল্পী শাওন চৌধুরী ও সুরকার মোস্তাক আহমেদ। ১লা জানুয়ারি রাগা মিউজিকের পরিবেশনায় মুক্তি পেয়েছে এ্যালবাম ‘সুরে সুরে দুই বাংলা’। এতে গান গেয়েছেন কুমার সানু শাওন চৌধুরী ও জোজো। এ্যালবামের গানগুলো ভারতে শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। এ্যালবামের গানগুলো লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ভাগিরথী নাথ, মনজুর উল আলম চৌধুরী, লিয়াকত আলী বিশ্বাস এবং ওসমান শওকত। সঙ্গীত পরিচালনায় ছিলেন মোস্তাক আহমেদ। এর আগে ২০১৫ সালে রিলিজ হওয়া ‘স্বপ্ন কুড়াই’ এ্যালবামটিও প্রশংসিত হয়েছিল।
×