ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবহেলায় প্রসূতির মৃত্যু

চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন চিকিৎসক দম্পতি

প্রকাশিত: ০৫:৪৩, ২৭ জানুয়ারি ২০১৬

চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন চিকিৎসক দম্পতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সম্প্রতি চট্টগ্রামে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন সেই দুই চিকিৎসক। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে হাজির হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহবুবুল আলম ও তার স্ত্রী শামীমা রোজী জামিন আবেদন করেন। আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় আইনজীবীর জিম্মায় তাদের জামিন মঞ্জুর করেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, প্রসূতি মেহেরুন্নেসার মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় আইনজীবীর জিম্মায় তাদের জামিন মঞ্জুর করেন। মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত জামিন আদেশ বহাল থাকবে বলে জানান তিনি। গত ৯ জানুয়ারি ডাঃ মাহবুবুল আলম ও ডাঃ শামীমা রোজীর তত্ত্বাবধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছোট ভাইয়ের মেয়ে মেহেরুন্নেছা নগরীর পাঁচলাইশ এলাকার সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে অপারেশনের মাধ্যমে তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন। অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণ হলে পুনরায় অপারেশনের কথা জানান চিকিৎসক দম্পতি। দ্বিতীয়বার অপারেশন করার পরও কোন কাজে আসেনি। পরে ওইদিন বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি তার পিতা খাইরুল বশর আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে পাঁচলাইশ থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। অপরদিকে মামলা দায়েরের প্রতিবাদে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেয়। ডাক্তারদের ডাকা ধর্মঘটে চরম দুর্ভোগে পড়ে রোগীরা। পরে ব্যাপক সমালোচনার মুখে চারদিন পর কর্মসূচী স্থগিত করেন তাঁরা।
×