ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

আনোয়ার হোসেনের আলোকচিত্রে ফরাসী জীবনের চালচিত্র

প্রকাশিত: ০৫:৪২, ২৭ জানুয়ারি ২০১৬

আনোয়ার হোসেনের আলোকচিত্রে ফরাসী জীবনের চালচিত্র

স্টাফ রিপোর্টার ॥ প্যারিসের বহুতল ভবনের একটি ফ্ল্যাট। ঘরের জানালা দিয়ে শহরের পানে উদাস দৃষ্টি মেলেছেন প্রবাসী এক বাংলাদেশী নারী। হাতে তার শোভা পাচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পাঠকনন্দিত বই ‘ছবির দেশে কবিতার দেশে’। ওই নারীর পেছনে টেবিল ল্যাম্পের আলোয় দাঁড়িয়ে আছে তার জীবনসঙ্গী আরেক প্রবাসী বাঙালী। কাঁহ্তিয়্যে ব্রেসোঁর জানালা শীর্ষক ছবিটি ক্যামেরাবন্দী করেছেন প্রখ্যাত আলোকচিত্রী আনোয়ার হোসেন। ছবিটি এখন ঝুলছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে। এমন আরও ২৪টি ছবি নিয়ে প্রদর্শনালয়টিতে চলছে এই আলোকচিত্রীর আলোকচিত্র প্রদর্শনী। ‘ফ্রেঞ্চ ডায়েরিজ : ২৫ বছর, ২৫টি ছবি’ শিরোনামের প্রদর্শনীতে উঠে এসেছে কবিতা ও ছবির দেশ ফ্রান্সের যাপিত জীবনে চালচিত্র। আলোকচিত্রীর ২৫ বছর ধরে ফরাসী দেশে বসবাসের সুবাদে নানা বিষয় রেখাপাত করেছে তাঁর মননে। সেসব বিষয়কে ফ্রেমবন্দী করে উপস্থাপন করেছেন দর্শকদের সামনে। অধিকাংশ ছবিতেই প্যারিসের নানা স্থাপনার সঙ্গে আশ্রিত হয়েছে শহরভিত্তিক জীবনচিত্র। প্রদর্শনীর ছবিগুলো যেন হয়ে উঠেছে আনোয়ার হোসেনের ২৫ বছরের প্রতিচিত্র। এ সময়কাল ধরে তিনি আছেন ফ্রান্সে। সে অর্থে প্রদর্শনীটি একটি ফটো-বায়োগ্রাফি। একটি ছবিতে দেখা যায়, শহরের নাগরিকরা ছুটছে যার যার গন্তব্যে। এর মাঝে ফুটপাথের এক কোণায় যুদ্ধফেরত এক সৈনিক গভীর আবেশে চুম্বন করছে তার প্রেয়সীকে। এভাবে ২৫টি ছবির মাধ্যমে যেন ২৫টি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের বয়ান দিয়েছেন আনোয়ার হোসেন। আইফেল টাওয়ারের সামনে দাঁড়ানো কুমকুম নামের এক বাংলাদেশী গায়িকার ছবিটি তুলে ধরেছে ঐতিহাসিক স্থাপনাটির গুরুত্ব। এক বৃদ্ধার হাত ধরে প্যারিসের রাস্তা পার করানো তরুণীর ছবিটি যেন বলে যায় মানবিক সহমর্মিতার কথা। আরেক ছবি কোন সড়কের ধারে দেখা মেলে ফুল বিক্রেতা এক বাংলাদেশীকে। প্রদর্শনীটি চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আর্টিস্ট ক্যাম্প ॥ গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, শহীদ ধিরেন্দ্রনাথ দত্ত পাঠাগার, জেলা শিল্পকলা একাডেমিসহ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ধর্মান্ধ অপশক্তি। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আজ বুধবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির সহায়তায় শুরু দুই দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প। এই আর্ট ক্যাম্পের মাধ্যমে অসুন্দরের বিরুদ্ধে শিল্পিত প্রতিবাদ জানাবেন শিল্পীরা। ক্যাম্পে অংশ নিচ্ছেন ১০ জন চিত্রশিল্পী। তাঁরা হলেনÑ আব্দুল মান্নান, রঞ্জিত দাস, মোঃ আলপ্তগীন, আব্দুস সাত্তার, মোঃ কামালা উদ্দিন, সোহাগ পারভেজ, জয়ন্ত সরকার, মিত্রা বিশ্বাস, সানিয়া ও অরিন। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ॥ ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন সেøাগানে চলছে নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত এ উৎসবের চতুর্থ দিন ছিল মঙ্গলবার। এদিন রাজধানীর ৩টি ভেন্যুতে প্রদর্শিত হয় ৩২টি শিশুতোষ চলচ্চিত্র। প্রদর্শনী ছাড়াও এদিন সকালে জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী সেমিনার। দুই পর্বে বিভক্ত এই সেমিনারের বিষয় ছিল ‘শিশুদের ওপর নির্যাতন’। এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র উপ-পরিচালক গীতা চক্রবর্তী। ভারত সফরে নাট্যদল বিবর্তন যশোর ॥ নবমবারের মতো নাটক নিয়ে ভারত সফরে যাচ্ছে খুলনা বিভাগের নাট্যদল বিবর্তন যশোর। দলটি দুটি নাট্য উৎসবে ‘রাজা প্রতাপাদিত্য’ নাটক মঞ্চস্থ করবে। জনকণ্ঠের যশোর সংবাদদাতা জানান, ২৯ জানুয়ারি ভারতের গোবরডাঙ্গার নাট্যদল নকশা আয়োজিত উৎসবে সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম মঞ্চস্থ হবে নাটকটি। এছাড়া প্রাচ্য কোলকাতার আয়োজনে ৩য় আন্তর্জাতিক বাংলা নাটক উৎসবে কামালহাটি নজরুল মঞ্চে ১ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে নাটকটি। এ উৎসবে বাংলাদেশের আরও তিনটি দল অংশ নেবে। দলগুলো হলোÑ ঢাকার আরণ্যক ও শব্দ এবং চট্টগ্রামের নান্দীমুখ। ‘রাজা প্রতাপাদিত্য’ নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন আশিষ খন্দকার। গবেষণা করেছেন মনিরুল ইসলাম ও সানোয়ার আলম খান দুলু। নবনাট্য ভাবনা ও প্রয়োগ করেছেন দেবাশীষ ভট্টাচার্য্য পলাশ।
×