ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেকনাফ

ইয়াবা সিন্ডিকেটের হাতে দুই সপ্তাহে প্রাণ হারিয়েছে ৪ যুবক

প্রকাশিত: ০৪:২৮, ২৭ জানুয়ারি ২০১৬

ইয়াবা সিন্ডিকেটের হাতে দুই সপ্তাহে প্রাণ হারিয়েছে ৪ যুবক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ গত ২ সপ্তাহে টেকনাফ উপজেলায় ৩ জন ও উখিয়ার বালুখালিতে একজন হতদরিদ্র পরিবারের যুবক ইয়াবা বিক্রেতাদের নির্যাতনে ও ইয়াবা শরীরে ঢুকিয়ে দেয়ার সময় নিহত হয়েছে। এরা হচ্ছেন, টেকনাফ সাবরাং হারিয়াখালীর সোনা মিয়ার পুত্র মোঃ হোসেন (২২), টেকনাফ সদর কচুবনিয়ার গোরা মিয়ার পুত্র শামশুল আলম (বাঘাইয়া) (১৮), হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ার লম্বাইয়ার পুত্র হাকিম আলী (২৩) ও বালুখালির গুরা মিয়ার পুত্র ভুলু (৩০)। ওই যুবকদের ইয়াবা বিক্রেতারা মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে ইয়াবা বহনে বাধ্য করে। এর মধ্যে ৩ জন ইয়াবা শরীরে নিয়ে বহন করতে গিয়ে বের করতে না পেরে মারা যায়। অপরজনকে কোস্টগার্ডের সোর্স হিসেবে নির্যাতন করে মেরে ফেলে। উল্লেখ্য গতবছর ইয়াবা সিন্ডিকেট ও গডফাদারদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাঁড়াশি অভিযানে ইয়াবা বিক্রেতাদের অনেকে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত মনে করে তারা ফের ফিরে আসে নিজ নিজ এলাকায়। কলাপাড়ায় পাঁচ টন ভিজিডি চালের হদিস নেই ২৮০ দুস্থ পরিবারে হতাশা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৬ জানুয়ারি ॥ গোডাউন থেকে উত্তোলনের ২৬ দিনেও দুঃস্থ মানুষের জন্য সরকারের দেয়া ভিজিডির চাল বিতরণ করা হয়নি। কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের ২৮০ পরিবারের জন্য উত্তোলনকৃত এ পাঁচ টন চালের এখন হদিস নেই। এ নিয়ে ২৮০ পরিবারে চলছে চাল না পাওয়ার অনিশ্চয়তার শঙ্কা। ডিসেম্বর মাসের বরাদ্দ হিসেবে ২৮০ দুস্থ পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বার দেলোয়ার হোসেন এ চাল কলাপাড়া খাদ্যগুদাম থেকে ৩১ ডিসেম্বর উত্তোলন করেছেন। খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ জলিল সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু গরিব পরিবারের এ চাল বিতরণ করা হয়নি। চাল বিতরণ কাজে তদারকির দায়িত্বে নিয়োজিত সমবায় কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, চাল উত্তোলনের বিষয়টি তার নলেজে নেই। চাল উত্তোলনকারী মেম্বার দেলোয়ার হোসেন জানান, আগামী মাসে একসঙ্গে বিতরণ করবেন। কিন্তু এ চাল নাকি তিনি গোডাউনে রেখেছেন বলেও দাবি করেন। চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, এ চাল আগামী ৫-৭ দিনের মধ্যে বিতরণ করা হবে। চাল খাদ্যগুদামেই রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দীপক কুমার রায় জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, তিনিও বিষয়টি অবগত নন।
×