ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

জোকোভিচ-ফেদেরার কো. ফাইনালে

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ জানুয়ারি ২০১৬

জোকোভিচ-ফেদেরার কো. ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ, টমাস বার্দিচ, কেই নিশিকোরি এবং রজার ফেদেরার। দারুণ জয় দিয়েই শেষ আটের টিকেট নিশ্চিত করেছেন তারা। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ রবিবার কঠিন লড়াই করেই চতুর্থ পর্বের বাধা পেরিয়েছেন। দীর্ঘ চার ঘণ্টা ৩২ মিনিট লড়াই করে তিনি ৬-৩, ৬-৭ (১/৭), ৬-৪, ৪-৬ এবং ৬-৩ গেমে হারান ফ্রান্সের গিলিস সিমনকে। সেই সঙ্গে ২৭তম গ্র্যান্ডসøামের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড গড়েন তিনি। গত মৌসুমে তিনটি গ্র্যান্ডসøাম জেতা সার্বিয়ান এই টেনিস তারকা এবারও ফেবারিটের তকমাটা গায়ে মেখে কোর্টে নেমেছেন। এখন পর্যন্ত সঠিক পথেই এগোচ্ছেন তিনি। আর দিনের অন্য ম্যাচে জয়ের দেখা পেয়েছেন রজার ফেদেরার। টেনিসের জীবন্ত কিংবদন্তি এদিন ডেভিড গফিনকে হারিয়ে পরের রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। তবে জাপানের কেই নিশিকোরির কাছে হেরে চতুর্থ পর্ব থেকেই বিদায় নিয়েছেন ফ্রান্সের জো উইলফ্রেইড সোঙ্গা। সপ্তম বাছাই নিশিকোরির কাছে ৬-৪, ৬-২ এবং ৬-৪ গেমে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি। তবে টেনিস কোর্টে শুধু বল নিয়ে মেতে থাকা নয়, বরং সেখানে মানবিক দায়িত্ববোধও যে খেলোয়াড়দের মধ্যে কাজ করে, তা দেখিয়ে গেছেন এই ফরাসী তারকা। বল গার্লের জন্য খেলা থামিয়ে প্রাথমিক চিকিৎসায় ব্যস্ত হয়ে গিয়েছিলেন টেনিসের এই ফরাসী তারকা।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

স্থায়ী ঠিকানা পেলেন আরও ৪০ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ
রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় জাতিসংঘ দূতকে আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সচেতনতার অভাবে প্রতিদিন দেশে ১০০ যক্ষ্মা রোগীর মৃত্যু
‘যুক্তরাষ্ট্র সরকারবিরোধী এনজিও থেকে তথ্য সংগ্রহ করেছে’
ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল
বাংলাদেশ-ভুটানের ট্রানজিট চুক্তি সই
হজ পালনে খরচ কমলো ১১ হাজার ৭২৫ টাকা
একক ক্ষমতায় বিশ্বাস করে আওয়ামী লীগ: ফখরুল
নির্ভীক ও আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ:মোহাম্মদ আতিকউল্লাহ খানের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
মিয়ানমার জান্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৯
‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টারে ছেয়ে গেছে দিল্লি, গ্রেপ্তার ৪
এবার টিকটক নিয়ে তদন্তে ইতালি
ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য তারিখ জানালো আইসিসি