ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বালকের বিস্ময়কর ফুটবলশৈলী

প্রকাশিত: ১৮:৩৫, ২৩ জানুয়ারি ২০১৬

বালকের বিস্ময়কর ফুটবলশৈলী

অনলাইন ডেস্ক ॥ বয়স সবেমাত্র ১২। দু-এক বছর কমও হতে পারে। চেহারা দেখে অন্তত সেটাই মনে হয়। আর্সেনালের অনূর্ধ্ব-১২ দলের প্রাণভোমরা। ওমারি হুসিনসন। এই বয়সে ওমারি ফুটবল নিয়ে যা করতে পারে, তা মেসিকেও ‘ঈর্ষা’য় ফেল দিতে পারে! ওমারিকে নিয়ে এমন প্রশংসা শুধু কথার কথা নয়। কী অনুশীলন, কী ম্যাচের সময়-সব জায়গায় ওমারি বল পায়ে অপ্রতিরোধ্য। F2 ফ্রিস্টাইল কারিকুরিতে তার পায়ের কাজ দেখে যে কারো চোখ কপালে উঠবে। শুধু কারিকুরি নয়, দূর থেকে গোলে শট নিতেও তার জুড়ি মেলা ভার। এই বয়সেই সে ইনসুইং আউট-সুইংয়ের কৌশল রপ্ত করেছে!
×