ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আটক এক

পূর্ব রামপুরায় গুলিতে ঠিকাদার নিহত

প্রকাশিত: ০৮:০৪, ২৩ জানুয়ারি ২০১৬

পূর্ব রামপুরায় গুলিতে ঠিকাদার  নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পূর্ব রামপুরায় সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন বাসাই ফকির (২৬) নামে এক ঠিকাদার। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা মডিক্যালে ওই ঠিকাদারের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু দাশ। পুলিশ নূরা নামে একজনকে আটক করেছে। রামপুরা থানার এসআই সোমেন বড়ুয়া জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঠিকাদারকে গুলি ও অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর সময় নূরা নামের এক সন্ত্রসীকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় রামপুরা থানা পুলিশ। বাসাই ফকিরের পরিবার ও পুলিশ সদস্যরা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়িবাজার দুরবিন ক্যাবলের অফিসের সামনে স্যানেটারি ঠিকাদার বাসাই ফকির (২৬)কে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি লাগে তার বুকে। এছাড়া দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়ও আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ বাসাই ফকিরের চাচা আবদুল জলিল বলেন, সে স্যানেটারি ঠিকারদার। কে বা কারা তাকে গুলি করেছে জানি না। আবদুল জলিল হত্যাকা-ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
×