ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় যাত্রী চালক ও শিশুসহ নিহত আট

প্রকাশিত: ০৬:৫০, ২৩ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় যাত্রী চালক ও শিশুসহ নিহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ ঝিনাইদহে বাস উল্টে যাত্রী, গলাচিপায় মোটরসাইকেল চালক, সান্তাহারে বনভোজনগামী যাত্রী, হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় শিশু, ভালুকায় বৃদ্ধ, মির্জাপুরে শিক্ষিকা, চট্টগ্রামে অজ্ঞাত মহিলা ও কুড়িগ্রামে পথচারী নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ ঝিনাইদহ ॥ জেলায় সড়ক দুর্ঘটনায় ১ বাসযাত্রী নিহত ও ৭ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগরবাথান বাজারের পার্শ্বে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রীর নাম লিয়াকত হোসেন মালিতা (৪২)। সে শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামের আব্দুল গফুর মালিতার ছেলে। গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা বাজারের কাছে শুক্রবার ভোরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল ড্রাইভার আবু তাহের (৩৫) মারা গেছে। ঘটনায় ভাড়াটে মোটরসাইকেলের দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহত ড্রাইভারের বাড়ি উপজেলার চরসুহরী গ্রামে। সান্তাহার ॥ বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর নামক স্থানে বৃহস্পতিবার রাতে বনভোজনগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। আহতদের মধ্যে গুরুতর ১৪ জনকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। হবিগঞ্জ ॥ শুক্রবার সকালে হবিগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা খাজা গার্ডেন সিটির সম্মুখের প্রধান সড়কে মাইক্রোবাসের চাকায় পিষ্ঠ হয়ে শিপন মিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে শহরতলীর কামড়াপুর গ্রামের বাসিন্দা জনৈক জলিল মিয়ার পুত্র এবং স্থানীয় শিখন কিন্ডারগার্টেন স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। ভালুকা ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি আমতলী নামক স্থানে শুক্রবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস চাপায় আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । নিহত খালেক ভালুকা উপজেলার বালিজুরী গ্রামের ভানু বেপারীর পুত্র। কুড়িগ্রাম ॥ উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বটতলা নামক এলাকায় শুক্রবার দুপুরে ট্রাকটরের ধাক্কায় মাইদুল ইসলাম (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১ শিশু। মির্জাপুর ॥ মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় অনিকা দত্ত নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত এগারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর ফিলিং স্টেশনের কাছে ট্রাক চাপায় তার মৃত্যু হয়। তার স্বামীর নাম সুমন দত্ত। বাড়ি মির্জাপুর পৌর সদরের বাইমহাটী গ্রামে। চট্টগ্রাম ॥ হাটহাজারি উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হাটহাজারি উপজেলার কাটিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কেউ মহিলার পরিচয় জানে না, তবে স্থানীয়রা তাকে পাগল হিসেবে চিনে। নিহত মহিলা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘুরাফেরা করত বলে তারা পুলিশকে জানান।
×