ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঁচ বছরের শিশু আবদুল্লাহকে বাঁচাতে সহায়তা দিন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:২৩, ১২ জানুয়ারি ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ বছরের শিশু আব্দুল্লাহকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সে দীর্ঘদিন ধরে টিউমার ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সি ব্লকের পঞ্চম তলায় ১৪ নম্বর বেডে ডাঃ সাইফুল ইসলামের অধীনে চিকিৎসাধীন। ডাক্তার জানিয়েছেন, আব্দুল্লাহকে বাঁচাতে হলে পাঁচ বছরে নিয়মিত চিকিৎসা করাতে হবে। এ জন্য প্রয়োজন ৩ থেকে ৪ লাখ টাকা। ইতোমধ্যে তার পিতা রনজু প্রামাণিক সন্তানের চিকিৎসায় নিস্ব হয়ে পড়েছেন। ভিটা মাটি, সহায়সম্বল সব বিক্রি করতে হয়েছে। দিনমজুরি করে তার সংসার চলে। এ অবস্থায় সন্তানের চিকিৎসায় বিশাল অঙ্কের ব্যয়ভাব বহন করা তার পক্ষে সম্ভব নয় বিধায় সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কোন সহৃদয় ব্যক্তি শিশু আব্দুল্লাহর চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন মোঃ রনজু প্রামাণিক, ব্যাংক এ্যাকাউন্ট নম্বর ২২৭৪৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মতিঝিল শাখা। অথবা মোবাইল নম্বর ০১৭৩৬-৬২৫১২৬। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্য প্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×