ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্লোগানে মুখর বাঁশখালী

প্রকাশিত: ০৬:১৪, ১৯ ডিসেম্বর ২০১৫

স্লোগানে মুখর বাঁশখালী

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৮ ডিসেম্বর ॥ “সেলিম ভাইয়ের দুই নয়ন পৌরসভার উন্নয়ন, রাখে আল্লাহ মারে কে কামরুল ভাইকে ঠেকায় কে” এ ধরনের হাজারও সেøাগানে মুখরিত বাঁশখালী পৌরসভা। পোস্টার, ফেস্টুন ও মাইকিং সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচন। মেয়র প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। বাঁশখালীর পৌরসভার বয়স এক যুগ পেরিয়ে গেলেও আশানুরূপ উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত ছিল পৌরবাসী। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে বাঁশখালীতে অনেক কর্মকা- সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় পৌরসভা নির্বাচনে নতুন করে স্বপ্ন দেখছে আগামীতে যে পৌরপিতা হিসেবে আসবে তারই হাতে উন্নয়নের ছোঁয়া লেগে আধুনিক পৌরসভায় পরিণত হবে বাঁশখালী। এ প্রতীক্ষায় এখন দিনরাত সরগরম হয়ে উঠেছে পৌর এলাকায় নির্বাচনী আমেজ। আওয়ামী লীগ প্রার্থী সেলিমুল হক চৌধুরী বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকা-সহ পৌরসভার মেয়র পদে বিজয়ী হলে বাঁশখালীতে আধুনিক এবং মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছেন। অপরদিকে, সাবেক পৌরমেয়র এবং বিএনপির প্রার্থী কামরুল ইসলাম হোছাইনী বিগত দিনে যারা মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা বাঁশখালীর পৌর এলাকাকে গর্তে পরিণত করেছেন।
×