ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৪, ১৭ ডিসেম্বর ২০১৫

 উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

বিষয় : দৈনন্দিন বিজ্ঞান পূর্ব প্রকাশের পর ১২। একটি স্কেলকে পানিতে ডুবালে বাঁকা দেখায়Ñ ক. প্রতিফলনের কারণে খ. প্রতিসরণের কারণে গ. ব্যাতীচারের কারণে ঘ. বিকিরণের কারণে ১৩। বায়ুম-লে ওজনের পরিমাণÑ ক. .০০১% খ. .০১% গ. .১% ঘ. ২.০১% ১৪। তার যত মোটা হবে, রোধ ততÑ ক. বেশি হবে খ. কম হবে গ. অপরিবর্তিত থাকবে ঘ. কোনটিই নয় ১৫। চার্য নিরপেক্ষ রশ্মি কোনটি? ক. আলফা খ. গামা গ. বিটা ঘ. কোনটিই নয় ১৬। পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করেÑ ক. ১ জানুয়ারি খ. ১ জুন গ. ২ জুলাই ঘ. ১৫ জানুয়ারি ১৭। জিংক ও টিনের মিশ্রণে হয়Ñ ক. ব্রোঞ্জ খ. পিতল গ. তামা ঘ. লোহা ১৮। সূর্যের উত্তাপ নির্ণয়ক যন্ত্র কোনটিÑ ক. পাইরোমিটার খ. গ্যালভানোমিটার গ. ক্রোসকোগ্রাফ ঘ. কোনটিই নয়- ১৯। ‘প্লাস্টিক’ বাণিজ্যিকভাবে কি নামে পরিচিতÑ ক. পলিটেট্রাফ্লোরো ইথেন খ. টেফলন গ. থিনার ঘ. পলিভিনাইল ক্লোরাইড ২০। গ্যামাক্রিন ব্যবহৃত হয়Ñ ক. ফলের পচন রোধে খ. বস্তুর সৌন্দর্য বৃদ্ধিতে গ. কীটপতঙ্গ তাড়ানোর কাজে ঘ. কোনটিই নয় ২১। স্যাকারিন চিনি অপেক্ষা কতগুণ বেশি মিষ্টি? ক. ৩০০ গুণ খ. ৪০০ গুণ গ. ৫০০ গুণ ঘ. ৫৫০ গুণ ২২। অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন হলোÑ ক. সবাত শ্বসন খ. অবাত শ্বসন গ. আংশিক শ্বসন ঘ. কোনটিই নয় ২৩। ধানের ব্লাইট বা পাতাঝরা রোগের জন্য দায়ীÑ ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া গ. টুংরো ঘ. কোনটিই নয় ২৪। ম্যাগনেসিয়ামকে পোড়ালে কোন বর্ণের শিখা পাওয়া যায়? ক. উজ্জ্বল হলুদ খ. লাল গ. নীল ঘ. সবুজ উত্তর : ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. ক
×