ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উচ্চ আদালতে বাংলা প্রচলন করা উচিত ॥ সিনহা

প্রকাশিত: ০৫:৪৯, ৪ ডিসেম্বর ২০১৫

উচ্চ আদালতে বাংলা প্রচলন করা উচিত ॥ সিনহা

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন, উচ্চ আদালতে বাংলা ভাষার প্রচলন করা উচিত। আমিও বাংলা ভাষায় রায় লেখার চিন্তা করছি। ইতোমধ্যে নিম্ন আদালতের বিচারকরা বাংলায় রায় লিখছেন, উচ্চ আদালতের কিছু বিচারপতি বাংলা ভাষায় রায় লেখার চেষ্টা করছেন, আমি চিন্তা করছি দু-একটি রায় বাংলায় লিখব। বৃহস্পতিবার বিকেলে সুপ্রীমকোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক আইনজীবী পরিষদ আয়োজিত মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করেছি, ৫২ ভাষা আন্দোলন যে প্রেরণা দেয় তা অবশ্যই গুরুত্বপূর্ণ। আব্দুল গাফ্ফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি, মুক্তিকামী মানুষদের অনেক উৎসাহ যুগিয়েছে। মাতৃভাষার অধিকার আদায়ের নিমিত্তে ৫২ আন্দোলন হয়েছে। ৫৯ গণঅভ্যুত্থান হয়েছে, স্বাধীনতাযুদ্ধের অন্যতম ফসল। অনুষ্ঠানে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বাসেত মজুমদার, এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং এ্যাডভোকেট মতিন খসরু এমপি প্রমুখ বক্তব্য দেন। রবির ফাটাফাটি ফ্রাইডে মোবাইল ফোন অপারেটর রবি ও শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট দারাজ ডটকম ডটবিডি আজ ৪ ডিসেম্বর আয়োজন করছে বছরের সবচেয়ে বড় সেলস ইভেন্ট ফাটাফাটি ফ্রাইডে। এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা। বিশ্বজুড়ে সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয়ের জন্য জনপ্রিয় ব্ল্যাক ফ্রাইডে’র ধারণাকে এ দেশে বাস্তবে রূপ দিতে ফাটাফাটি ফ্রাইডের আয়োজন করা হয়েছে। -বিজ্ঞপ্তি তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব উদ্বোধন ইন্টারনেট এখন মানুষের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। আমাদের লক্ষ্য, ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেট সেবার আওতায় আসা। এর প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে দেশের তরুন সমাজ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব ২০১৫-১৬’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন। -বিজ্ঞপ্তি
×