ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজদিখানকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

প্রকাশিত: ২৩:৫১, ২৯ নভেম্বর ২০১৫

সিরাজদিখানকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার উপজেলা মিলনায়তে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষনা দেন সিরাজদিখান উপজেলা ইউএনও রওনক আফরোজা সুমা। এ সময় উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত রাখতে উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সাংসদু সুকুমার রঞ্জন ঘোষ। জেলায় বাল্যবিবাহমুক্ত প্রথম উপজেলা সিরাজদিখান। সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ বলেছেন, ‘পরিণত বয়সে মেয়েদের বিয়ে না দেয়ায় মা ও শিশুমৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। একমাত্র সামাজিক সচেতনতা ও প্রতিরোধই পারে বাল্যবিয়ে ঠেকাতে। সিরাজদিখান উপজেলা বাল্যবিয়ে মুক্ত ঘোষণা সমাজ সচেতনতার মডেল হিসেবে বিবেচিত। তৃণমূল পর্যায়ে সবার দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে স্বাস্থ্যসেবায় উন্নত বিশ্বে বাংলাদেশ একটি মডেল হিসেবে পরিচিত হয়ে উঠেছে’। তাই মায়েদের স্বাস্থ্য ঠিক রাখতে হলে বিল্য বিয়ে বন্ধ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক আফরোজা সুমা’র সভাপতিত্বে সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান ও আ’লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াছমিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিনা পারভীন এবং ওসি (তদন্ত) জিল্লুর রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক ও কাজিগণ। সভায় মহাসড়কে মাহেন্দ্র চলাচলে নিষেধাজ্ঞা আরোপের উপর জোড়ালো আলোচনা হয়। এর আগে একই স্থানে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা হয়।
×