ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে একটি মায়া হরিণ উদ্ধার

প্রকাশিত: ১৮:৪৪, ২৭ নভেম্বর ২০১৫

খাগড়াছড়িতে  একটি মায়া হরিণ উদ্ধার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে একটি মায়া হরিণ উদ্ধার করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে’ হস্তান্তর করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সাফারী পার্ক কর্তপক্ষের কাছে এটি হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দিন ভুঁইয়া জানান, বৃহষ্প্রতিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকার একটি পাহাড় থেকে স্থানীয়দের সহায়তায় হরিণটি আটক করে নিজেদের হেফাজতে নেয় সদর থানা পুলিশ । শুক্রবার সকালে খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার রইস উদ্দীন ও খাগড়াছড়ির ফরেষ্ট রেঞ্জার মোঃ হাফিজুর রহমানের উপস্থিতিতে বন্য প্রনী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন, চট্টগ্রাম বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মোঃ ইসমাইল হোসাইনের কাছে হস্তান্তর করা হয় হরিণটি। এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
×