ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেম ভাঙবে ফেসবুক

প্রকাশিত: ০৫:২০, ২১ নভেম্বর ২০১৫

প্রেম ভাঙবে ফেসবুক

কথা ছিল কপোত-কপোতী দু’য়ে মিলে জুড়ে থাকার। কিন্তু ওই যে শেষ পর্যন্ত কেউই কথা রাখে না! তেমনি কথা রাখল না ফেসবুকও। তাই সম্পর্ক গড়ার বদলে এবার যুগলদের গভীর সম্পর্ক ব্রেকআপে সাহায্য করতে এগিয়ে এলো বর্তমান বিশ্বের সবচে’ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার প্রোফাইল অথবা পোস্টে নজরদারি কমিয়ে আনার টুল নিয়ে এলো এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার কেলি উনটরসের কথায় ‘সম্পর্ক নষ্ট হওয়ার পর সাবেক প্রেমিক-প্রেমিকাদের সঙ্গে কিভাবে, কতটা যোগাযোগ রাখবেন সেটা অনেকেই বুঝে উঠতে পারেন না। আমাদের এই নয়া টুল তাদের সেই দ্বিধা কাটাতে সাহায্য করবে।’ মার্কিন যুক্তরাষ্ট্রে ফেসবুকের মোবাইল এ্যাপ্লিকেশনে এই টুল পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেছে। রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করলেই বোঝা যায় কার কোন্ বর্তমান এখন অতীত। এবার থেকে এই স্ট্যাটাস বদল হলেই ফেসবুক নিজে থেকেই ব্রেকআপ টুল ব্যবহারের পরামর্শ দেবে। এই টুল ব্যবহার করলে আনফ্রেন্ড বা ব্লক না করেই এক্স ফ্রেন্ডের পোস্ট বা ছবি অনেক কম সংখ্যায় হোমপেজে উঁকি দেবে। নিউজ ফিডে আসবে না সাবেক প্রেমিক-প্রেমিকার পোস্ট। ছবি বা পোস্টে কেউ দু’জনকে একসঙ্গে ট্যাগ করলেও সেই পোস্টে এক্স ফ্রেন্ডের নাম আর দেখা যাবে না। সাবেক বন্ধুর সঙ্গে পরিচালিত পুরনো সব মেসেজ, ছবি বা ভিডিওতে খুব সহজেই নিজেকে আনট্যাগ করা যাবে। ফেসবুক কর্তৃপক্ষের আশা, এই টুল বহু ইউজারকে অস্বস্তিকর পরিস্থিতি থেকে রক্ষা করবে, আর বাঁচাবে খুঁচিয়ে পুরনো ক্ষত গভীর করার হাত থেকেও। Ñওয়েবসাইট থেকে
×