ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চবিতে ভর্তিযুদ্ধ শুরু কাল ॥ প্রতি আসনে ৪৬ প্রার্থী

প্রকাশিত: ০৫:২২, ৩১ অক্টোবর ২০১৫

চবিতে ভর্তিযুদ্ধ শুরু  কাল ॥ প্রতি আসনে  ৪৬ প্রার্থী

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রবিবার শুরু হচ্ছে। ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং ‘জে’ (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে চবির ভর্তিযুদ্ধ। রবিবার সকাল সাড়ে ১০টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বেলা আড়াইটায় শুরু হবে ‘জে’ ইউনিটের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় চবিতে অন্যান্যবারের চেয়ে বেশি শিক্ষার্থী আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ৪২টি বিভাগ ও চারটি ইনস্টিটিউটের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ১১ হাজার ৯৫২ জন ভর্তিচ্ছু। আর বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ৪ হাজার ৬৫৩টি। ফলে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়ছে প্রায় ৪৬ পরীক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৫৪৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৫ হাজার ৭৬৬টি। ফলে ‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে প্রায় ৪৭ জন পরীক্ষার্থী। আর ‘জে’ (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) ইউনিটের ৮৫টি আসনের জন্য আবেদন করেছেন ৪ হাজার ৫১৪ জন। এখানে একটি আসনের বিপরীতে লড়বে ৫৩ জন পরীক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসমূহ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাইরে ৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রবিবারের অনুষ্ঠিতব্য ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বাইরে চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হলো হাটহাজারী কলেজ, প্রিমিয়ার ইউনিভার্সিটি (ওয়াসা ক্যাম্পাস), বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও এনায়েত বাজার মহিলা কলেজ।
×