ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরাজয় এড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংল্যান্ড

প্রকাশিত: ২১:৩৭, ২৬ অক্টোবর ২০১৫

পরাজয় এড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক॥ দুবাইতে পরাজয় এড়াতে পাকিস্তানের বিরুদ্ধে মরিয়া হয়ে লড়ছে ইংল্যান্ড। লাঞ্চের পর এই ম্যাচ ড্র করতে হলে ইংল্যান্ডকে খেলতে হবে ৫৮ ওভার। হাতে আছে শেষ চার উইকেট। নির্ভরযোগ্য কোন ব্যাটসমেন নেই বললেই চলে। এর আগে টসে জিতে পাকিস্তান ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। প্রথম ইনিংসে পাকিস্তান সংগ্রহ করে ৩৭৮ রান । জবাবে ইংল্যান্ড ১ম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ২৪২ রানে। পাকিস্তান ২য় ইনিংস ৩৫৪/৬ রানে ইনিংস ঘোষনা করলে ইংল্যান্ডের সামনে ৪৯১ রানের লক্ষ্য ছুড়ে দেয়। চতুর্থ দিনের ইংল্যান্ড ২য় ইনিংসে ৫৪ ওভার খেলে ৩ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে। ৫ম দিনে লাঞ্চ পর্যন্ত খেলে আরও তিনটি উইকেট হারায় ইংল্যান্ড রান এসে দাঁড়ায় ৬ উইকেটে৫ ১৮৭। এখন ব্যাটিং করছেন বেন স্টক ও আদেল রশীদ। বেন স্টক ৫৭ বলে খেলে ৯ রানে অপরাজিত আছে আর আদেল রশীদ করেছেন ২০ বলে ৮ রান। পাকিস্তানের পক্ষে ইয়াসির ৩ টি ও জুলফিকার বাবর পেয়েছেন দুটি উইকেট। এখন দেখার বিষয় এই দুই ব্যাটম্যান পাকিস্তানের বোলিং আক্রমন কতটা প্রতিহত করতে পারেন। তবে জয়ের সম্ভাবনা পাকিস্তানের অনুকুলেই আছে। এই সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়।
×