ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আড়াইহাজারে শিশুর মৃত্যু ॥ হাসপাতাল ভাংচুর

প্রকাশিত: ০৫:৪০, ২৬ অক্টোবর ২০১৫

আড়াইহাজারে শিশুর মৃত্যু ॥ হাসপাতাল  ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৫ অক্টোবর ॥ আড়াইহাজারে ফয়সল হসপিটালে মাত্রাতিরিক্ত ইনজেকশন পুশ করার কারণে সাজিদা নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পর শিশুর আত্মীয়-স্বজনরা হসপিটালে ভাংচুর চালায় এবং কর্মকর্তা, কর্মচারী ও নার্সদের মারধর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মোবারকের তিন মাস বয়সী শিশুকন্যা সাজিদা ঠা-াজনিত রোগে আক্রান্ত হলে ফয়সল হসপিটালে ভর্তি করানো হয়। শিশুর আত্মীয়-স্বজনরা অভিযোগ করেন, ডাক্তার শিশুটির চিকিৎসার ব্যবস্থাপত্রে ১২ ঘণ্টা পরপর সীমিত মাত্রায় ইনজেকশন দেয়ার কথা বলেন। কিন্তু শনিবার রাত ৮টায় ফয়সল হসপিটালের এক আয়াকে দিয়ে শিশুটির দেহে মাত্রার কয়েকগুণ বেশি ওষুধ ইনজেকশনের মাধ্যমে পুশ করায়। এতে কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। শিশুর মৃত্যুর খবর তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা হাসপাতালে ছুটে এসে কর্মকর্তা, আয়া, কর্মচারী ও নার্সদের মারধর করে ।
×