ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ২৬ মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৩, ৪ অক্টোবর ২০১৫

রাজধানীতে ২৬ মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পেশাদার ও সংঘবদ্ধ চক্রের সক্রিয় ২৬ মাদক বিক্রেতা পুলিশের হাতে ধরা পড়েছে। এসময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ঢাকা মহানগর গোয়েন্দা ও থানা পুলিশের পৃথক টিম গোপন সংবাদে নগরীর লালবাগ, ওয়ারী, মতিঝিল, রমনা, তেজগাঁও, মিরপুর, গুলশান ও ডিবি পূর্ব থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয়ে জড়িত অভিযোগে থানা পুলিশ ও গোয়েন্দা টিম পেশাদার ও সংঘবদ্ধ মাদক বিক্রেতা চক্রের সক্রিয় ২৬ জনকে গ্রেফতার করে। তখন তাদের হেফাজত থেকে আমদানি, বিক্রি ও বহন নিষিদ্ধ ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ গ্রাম ৩শ’ ৪৭ পুড়িয়া হেরোইন, সোয়া ২ কেজি এবং ৬০ পুড়িয়া গাঁজা, ৩শ’ ৩৮ পিস বিয়ার ক্যান-ফেন্সিডিল ও নেশাজাতীয় ৩শ’ ৮০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
×