ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাসন্তীর চোখ রক্ষায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৫৫, ৪ অক্টোবর ২০১৫

বাসন্তীর চোখ রক্ষায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ বাসন্তী সিংহের (৩৮) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আঘাত পেয়ে তাঁর ডান চোখের কর্ণিয়ার প্রায় তিন ভাগ নষ্ট হয়ে গেছে। বাঁ চোখে দেখা দিয়েছে ইনফেকশন। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আফজাল খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন তাকে ৮০ থেকে ১শ’ টাকার ওষুধ কিনতে হচ্ছে। জরুরী ভিত্তিতে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হলে বাসন্তীর দু’চোখ রক্ষা করা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু বাসন্তীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তার স্বামী দীপক চৌধুরী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কুমরীরহাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজীর শিক্ষক ছিলেন। অসুস্থ হয়ে তাকে চাকরি ছাড়তে হয়েছে। দু’জনের চিকিৎসা এবং পারিবারিক সমস্যা সামাল দিতে সহায় সম্পত্তি ফুরিয়ে গেছে। বর্তমানে সহায় সম্পত্তি বলতে কিছুই নেই। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র তাদের বড় মেয়ে। টিউশনি করে সংসার এবং মেয়ের লেখাপড়ার খরচ যোগান দেন দীপক চৌধুরী। টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, বাসন্তী সিংহের চিকিৎসার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৫১৪৬৫৭০৭। বিকাশ নং-০১৭০৬৭৮৫৩৯৮। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×