ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে চাঁদ প্রবাসী

প্রকাশিত: ০৪:০৫, ২৯ সেপ্টেম্বর ২০১৫

না ফেরার দেশে চাঁদ প্রবাসী

স্টাফ রিপোর্টার ॥ অভিনয়শিল্পী চাঁদ প্রবাসী আর নেই। রবিবার মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন দেশবরেণ্য এই শিল্পী। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি একাধারে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের একজন স্বনামধন্য শিল্পী। দীর্ঘদিন ধরেই চাঁদ প্রবাসী বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। তিনি ১৯৬৫ সাল থেকে বেতারের সঙ্গে যুক্ত হন। ঢাকা বেতারের গ্রামীণ শ্রোতাদের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার দেশ’-এ রুস্তম আলী চরিত্রে অভিনয় করতেন। টেলিভিশন ও চলচ্চিত্রেও এক সময় দাপিয়ে অভিনয় করেছেন তিনি। কৌতুক অভিনেতা হিসেবেই বেশ পরিচিতি ছিল প্রয়াত এই অভিনেতার। ঢাকার চলচ্চিত্রের পাশাপাশি ভারতের চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এদিকে জাতীয় বেতার ভবনে চাঁদ প্রবাসীর জানাজায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ অংশ নেন। এ ছাড়া বেতারের কর্মকর্তা ও শিল্পীরাও উপস্থিত ছিলেন। চাঁদ প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ। ‘রক অন’ অনুষ্ঠানে সিক্স ব্যান্ড সংস্কৃতি ডেস্ক ॥ ঈদ-উল-আযহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালায় আজ মঙ্গলবার এসএটিভিতে গান পরিবেশন করবে তারুণ্য নির্ভর ব্যান্ডদল সিক্স ব্যান্ড। ব্যান্ডদল সূত্রে জানা গেছে আজ এসএটিভিতে সন্ধ্যা ৬-২০ মিনিটে প্রচার হওয়া ‘রক অন’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে সিক্স ব্যান্ড। অনুষ্ঠানে ব্যান্ড সিক্স তাদের প্রথম এ্যালবাম থেকে ৪টি গান পরিবেশন করেছে। এছাড়া অনুষ্ঠানে আরও বেশ কিছু গান পরিবেশন করবে তারা। এর মাধ্যমে নেসকাফে গেট সেট রক ২০১২ এর চ্যাম্পিয়ন ব্যান্ড সিক্স এইবার একদম ভিন্নধারার একটি প্রোগ্রাম করেছে। অনুষ্ঠানের মূল পরিকল্পনায় ছিলেন পরিচালক আবু জাফর রায়হান।
×