ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্যান প্যাসিফিক ওপেনে জয় দিয়ে শুরু রাদওয়ানস্কার

প্রকাশিত: ০৫:৫৬, ২২ সেপ্টেম্বর ২০১৫

প্যান প্যাসিফিক ওপেনে জয় দিয়ে শুরু রাদওয়ানস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ প্যান প্যাসিফিক ওপেনে জয় দিয়ে যাত্রা শুরু করেছেন রাদওয়ানস্কা। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পোল্যান্ডের এই টেনিস তারকা পরাজিত করেন আমেরিকার কোকো ভেন্ডেওয়েগেকে। টেনিস বিশ্বের যে ক’জন তারকা খেলোয়াড় গত কয়েক মৌসুম ধরেই পাদপ্রদীপের আলোয় অবস্থান করছেন রাদওয়ানস্কা তাদেরই একজন। কিন্তু দুর্ভাগ্য এই পোলিশ তারকার। মৌসুমের পুরোটা সময় জুড়ে আলোচনায় থাকলেও টুর্নামেন্টের ফাইনালে উঠার আগেই ছিটকে যান তিনি। তার ফল হিসেবেই এখন পর্যন্ত কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিততে পারেননি বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৫ নাম্বারে থাকা এই টেনিস তারকা। ২৬ বছর বয়সী এই পোলিশ তারকার মেজর টুর্নামেন্টে সর্বোচ্চ অর্জন উইম্বল্ডনের ফাইনাল। ২০১২ সালে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু সেবার আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের কাছে হার মানেন তিনি। যে সেরেনা তেত্রিশ বছর বয়সেও দুর্দো- প্রতাপে টেনিস কোর্টে লড়াই করে যাচ্ছেন। সদ্যসমাপ্ত ইউএস ওপেনের শিরোপা জিততে পারলে স্টেফি গ্রাফের পর প্রথম মহিলা হিসেবে একই ক্যালেন্ডারে সব গ্র্যান্ডসøাম জয়ের মাইলফলক স্পর্শ করতেন। কিন্তু দুর্ভাগ্য তার। দারুণ খেললেও টুর্নামেন্টের সেমিফাইনালে ইতালিয়ান টেনিস তারকা রবার্টা ভিঞ্চির কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় সেরেনা উইলিয়ামসের। বছরের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনে মেলে ধরতে পারেননি রাদওয়ানস্কাও। নিউইয়র্কের ফ্লাশিং মিডোজে তৃতীয় পর্বে উঠলেও তার বেশিদূর এগুতে পারেননি তিনি। তবে মেজর টুর্নামেন্টে নিষ্প্রভ থাকা এই তারকা খেলোয়াড় প্যান প্যাসিফিক ওপেনে সেরাটাই ঢেলে দিতে চান। কোকো ভেন্ডেওয়েগেকে ৬-৩ এবং ৬-৩ গেমে হারিয়ে তার প্রমাণও দিয়েছেন তিনি। রাদওয়ানস্কা তার সুদীর্ঘ ক্যারিয়ারে ১৪ ডব্লিউটিএ শিরোপা জিতেছেন। এবার ১৫তম শিরোপার সন্ধানে কোর্টে লড়াই করে যাচ্ছেন তিনি। তবে এই ইভেন্টে পারবেন কী শিরোপার দেখা পেতে। পারবেন কী এই বছরের প্রথম শিরোপার স্বাদ পেতে? ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা। কিন্তু এই প্যান প্যাসিফিক ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ। এখানে শীর্ষ বাছাই হিসেবে খেলছেন ডেনমার্কের টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকিও। তাই রাদওয়ানস্কার জন্য যে শিরোপা জেতাটা বেশ চ্যালেঞ্জিং তা অনুমিতই। তারপরও নিজের সেরাটা দিয়েই লড়ে যাওয়ার প্রত্যয় সাবেক দুই নাম্বার এই টেনিস তারকার।
×