ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিভি সিরিয়ালে প্রভাবিত হয়ে নাটোরে সহপাঠী খুন ॥ আটক ৩

প্রকাশিত: ০৫:২৬, ২ সেপ্টেম্বর ২০১৫

টিভি সিরিয়ালে প্রভাবিত হয়ে নাটোরে সহপাঠী খুন ॥ আটক ৩

সংবাদদাতা, নাটোর, ১ সেপ্টেম্বর ॥ বিদেশী টিভি সিরিয়াল দেখে প্রভাবিত হয়ে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নাটোরে তানভীর হোসেন নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যা করেছে তার তিন সহপাঠী। ঘটনাটি ঘটেছে শহরের আলাইপুর এলাকা আশরাফুল উলুম মাদ্রাসায়। অপহৃত ওই মাদ্রাসাছাত্রের লাশ মঙ্গলবার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার ও তার তিন সহপাঠীকে আটক করা হয়েছে। উদ্ধার করা লাশটি তানভীর হোসেনের, সে সাইফুল ইসলামের ছেলে। আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র তানভীরের বাসা শহরের হাফরাস্তা এলাকায়। র‌্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের এএসপি জামাল আল নাসের জানান, তানভীর হোসেনের বাবা সাইফুল ইসলাম ২৮ আগস্ট তাদের কাছে তার ছেলে অপহৃত হওয়ার অভিযোগ করে বলেছিলেন যে, ২৫ আগস্ট থেকে তাকে পাওয়া যাচ্ছে না। কোন এক অপহরণকারী দল তার কাছ থেকে তানভীরের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছে। অভিযোগের প্রেক্ষিতে তারা মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ৩১ আগস্ট রাতে তানভীরের সহপাঠী হুসাইদ হোসেন, বাইজিদ হাসন ও নাঈমকে আটক করে। তাদের দেয়া তথ্য মতে মঙ্গলবার শহরের আলাইপুর এলাকা আশরাফুল উলুম মাদ্রাসার পাশের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তানভীরের জবাই করা লাশ উদ্ধার করে। বিদেশী সিরিয়াল দেখে অপহরণ ও হত্যাকা-ে উৎসাহিত হয় বলে স্বীকার করেছে তিন হত্যাকারী।
×