ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জোকোভিচের সামনে ইতিহাস

প্রকাশিত: ০৫:৫৯, ২৪ আগস্ট ২০১৫

জোকোভিচের সামনে ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ সিনসিনাতি মাস্টার্সের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে বিশ্বের এক নাম্বার তারকা জোকোভিচ ৪-৬, ৭-৬ (৭/৫) এবং ৬-২ গেমে হারিয়েছেন ইউক্রেনের আলেক্সান্ডার ডোলগোপোলোভকে। ফাইনালে তার প্রতিপক্ষ এখন চিরচেনা রজার ফেদেরার। অন্য সেমিফাইনালে সুইস তারকা ফেদেরার ৬-৪ এবং ৭-৬ (৮/৬) ব্যবধানের সরাসরি সেটে হারিয়েছেন এ্যান্ডি মারেকে। সিনসিনাতি মাস্টার্সে ছয়বার শিরোপা জিতেছেন ফেদেরার। কিন্তু এটিপি মাস্টার্স ১০০০ স্তরে ১৯ শিরোপা জিতলেও এখন পর্যন্ত সিনসিনাতি মাস্টার্সের শিরোপাটা অধরাই রয়ে গেছে জোকোভিচের। টুর্নামেন্টে এর আগে চারবার ফাইনালে উঠলেও দুইবার হেরেছেন এই ফেদেরারের কাছেই। তাছাড়া বাকি দুইবার মারের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তার। এবার সিনসিনাতি মাস্টার্সের অধরা শিরোপাটা জিততে পারলেই ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে এটিপি এলিট মাস্টার্সের ১০০০ ইভেন্টের নয়টির সবতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা প্রথম আর সপ্তম শিরোপার লক্ষ্যে কোর্টে নামবেন ফেড এক্সপ্রেস। তাই জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশায় রয়েছেন জোকো-ফেড সমর্থকরা। সেমিফাইনালে মারের বিপক্ষে ফেবারিট হিসেবেই কোর্টে নামেন নিজেকে হারিয়ে খোঁজতে থাকা ফেদেরার। স্বাভাবিকভাবেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি। এর ফলে টানা পঞ্চমবারের মতো মারেকে পরাজিত করলেন সুইস তারকা। আর এই সিরিজে তার রেকর্ড গিয়ে দাঁড়াল ১৪-১১। সিনসিনাতিতে দুর্দান্ত পারফর্ম করে নিজের রেকর্ড ৪১-৮এ উন্নীত করেছেন তিনি। স্কটিশ তারকার বিপক্ষে প্রথম সেটের তৃতীয় গেমেই ব্রেক তুলে নিয়ে ৩৪ বছর বয়সী ফেদেরার নিজের সাফল্যের ইঙ্গিত দেন। যদিও দ্বিতীয় সেট টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে। ম্যাচ শেষে রোমাঞ্চিত ফেদেরার। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথম সেটেই আমি ভাল শুরু করেছিলাম। দিনের আলোতে এটা আমার প্রথম ম্যাচ ছিল। তাই কন্ডিশনের দিকে গুরুত্ব দিতে হয়েছে। দ্বিতীয় সেটে অবশ্য আমি খুব একটা সুযোগ পাইনি। সার্ভিসের উপর গুরুত্ব দিতে চেষ্টা করেছি। এ্যান্ডির মতো শীর্ষ মানের একজন খেলোয়াড়ের বিপক্ষে ম্যাচ ধরে রাখাই বড় কথা।
×