ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মশা উৎপাদনের কারখানা!

প্রকাশিত: ০৫:৫৭, ৩ আগস্ট ২০১৫

মশা উৎপাদনের কারখানা!

চীনের গোয়ানডংয়ে আধুনিক প্রযুক্তি সুবিধা সংবলিত পরীক্ষাগারে প্রতিসপ্তাহে লাখো মশা উৎপাদন করে ছেড়ে দেয়া হচ্ছে বাইরের পরিবেশে। গবেষকেরা বলেছেন, গত বছর চীনে ডেঙ্গুতে লোক মারা গিয়েছিল। তাই ডেঙ্গুর আক্রমণ ঠেকাতে বিশেষভাবে জীবাণুমুক্ত ও অনুৎপাদনশীল এই মশা উৎপাদনের সিদ্ধান্ত নেয় দেশটি। এই মশাগুলো পুরুষ, কামড়ায় না এবং ডেঙ্গুর জন্মনিয়ন্ত্রণ করতে সক্ষম। এদের কারণে ডেঙ্গুর ডিম আর ফুটবে না। এ পরীক্ষার মাধ্যমে ৯০ শতাংশ পর্যন্ত মশার জন্মনিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।- গার্ডিয়ান
×