ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতিহাস ১ম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৪৭, ১১ জুলাই ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. ১৯৬৯ সালে ১১ দফাগুলো হলো- র. শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি রর. প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ররর. আগরতলা মামলায় আটক আসামীদের মুক্তি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৮৮৪ খ) ১৮৮৫ গ) ১৮৮৬ ঘ) ১৮৮৭ ৩. ভাষা শহিদ আব্দুল জব্বার কত বছর মায়ানমারে অবস্থান করেন? ক) ১০-১২ বছর খ) ১৫-১৬ বছর গ) ১৮-২০ বছর ঘ) ২২-২৫ বছর ৪. খিলাফত আন্দোলন সংঘটিত হয় কত সালে? ক) ১৯২০ খ) ১৯২৩ গ) ১৯২৭ ঘ) ১৯২৯ ৫. কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেন কবে? ক) ২৭ জুলাই ১৯৫২ খ) ২৯ মে ১৯৫৪ গ) ২৯ মে ১৯৫৫ ঘ) ৫ আগস্ট ১৯৫৬ ৬. দ্বৈতহশাসন ব্যবস্থায় দেশরক্ষার দায়িত্ব থাকে যার হাতে- র. কোম্পানি রর. সম্রাট ররর. নবাব নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৭. সোহরাওয়ার্দী সরকার তদনন্ত কমিশন গঠন করে যেজন্য- র. দাঙ্গার কারণ জানার জন্য রর. ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য ররর. সমগ্র ভারত বিভক্তের জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) ররর ৮. ওয়ারেন হেস্টিংস কত সালে দ্বৈত মাসনব্যবস্থার অবসান ঘটান? ক) ১৭৭০ খ) ১৭৭২ গ) ১৭৭৪ ঘ) ১৭৭৬ ৯. ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি কোনটি? ক) সুতানটি খ) সুরাট গ) মসলিপট্রম ঘ) নাগাপট্রম ১০. ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’ নির্মাণ করেন কে? ক) লর্ড হার্ডিজ খ) লর্ড বেন্টিঙ্ক গ) ওয়েলেসলি ঘ) লর্ড ডালহৌসি ১১. বাষট্টির শিক্ষা আন্দোলন কেন সংঘঠিত হয়? ক) শরীফ শিক্ষা কমিশনের বিলুপ্তির জন্য খ) ফজলুল হককে ক্ষমতায় আসীন করতে গ) আওয়ামী লীগের ক্ষমতা বৃদ্ধি করতে ঘ) মাওলানা ভাসানীকে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী করতে ১২. ভারত-সোভিয়েত ইউনিয়ন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? ক) ১৯৭১ সালের ৬ আগস্ট খ) ১৯৭১ সালের ৭ আগস্ট গ) ১৯৭১ সালের ৮ আগস্ট ঘ) ১৯৭১ সালের ৯ আগস্ট ১৩. উইলিয়াম বেন্টিঙ্ক কতটি দিকের সংস্কার করেন? ক) ৩টি খ) ৪টি গ) ৬টি ঘ) ৭টি ১৪. ‘ছাত্রসংগ্রাম পরিষদ’ গঠিত হওযার কারণ কী? ক) নেতৃত্ব দান খ) স্বায়ত্তশাসন গ) অধিকার আদায় ঘ) ভৌগোীল অধিকার আদায় ১৫. ইংরেজরা কীভাবে বোম্বাই শহরটি লাভ করে? ক) বিয়ের যৌতুক হিসেবে খ) প্রচুর অর্থ প্রদান করে গ) রাজ্যজয়ের বিনিময়ে ঘ) রাজনৈতিক তৎপরতায় ১৬. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? ক) ২১ বছর খ) ২৩ বছর গ) ২৭ বছর ঘ) ৩০ বছর ১৭. হেমার ওয়াডারল্যান্ডকে কোন রাষ্ট্রীয় ভূষণ দেওয়া হয়? ক) বীরশ্রেষ্ঠ খ) বীরউত্তম গ) বীরবিক্রম ঘ) বীরপ্রতীক ১৮. একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কবে? ক) ১৯৮৯ খ) ১৯৯১ গ) ১৯৯৫ ঘ) ২০০০ ১৯. কার নেতৃত্বে ১৯৬৮ সালের নভেম্বর মাসে ছাত্র অসন্তোষ আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়? ক) শেখ মুজিবুর রহমান রহমানের খ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর গ) তাজউদ্দিন আহমদের ঘ) মনসুর আলীর ২০. বাংলাদেশে একমাত্র নৌ সেক্টর কোনটি? ক) ৮নং খ) ৯ নং গ) ১০ নং ঘ) ১১ নং ২১. ভাষা সৈনিক সাইদ আহমদের বাড়ি কোন জেলায়?
×