ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাবা দিবসের নাটকে আবুল হায়াত

প্রকাশিত: ০৫:৩৪, ২০ জুন ২০১৫

বাবা দিবসের নাটকে আবুল হায়াত

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্ব বাবা দিবস আগামীকাল। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় এই দিবসটি। এ উপলক্ষে এটিএন বাংলায় আজ শনিবার রাত ৮-৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘বাবা’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত। রচনা করেছেন এনএম রাসেল। সাহানারা এফ চৌধুরী ও এনএম রাসেলের যৌথ পরিচালনায় নাটকে আরও অভিনয় করেছেন তৌকির আহমেদ, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। একজন বাবা বুকের পাঁজর দিয়ে তার সন্তানদের আগলে রেখে বড় করেন, জীবনের সঞ্চিত সবকিছু সন্তানের মঙ্গলের জন্য ব্যয় করে। সন্তানের পরিচর্যায়, তাদের দুরন্তপনায় বাবা-মা ক্লান্ত না হয়ে এক ধরনের প্রশান্তি লাভ করে থাকেন। ডিমেনশিয়ায় আক্রান্ত একজন বাবাকে ঘিরে পরিবারের অন্য সদস্যদের মাঝে মানবিক টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বাবা’।
×