ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লুৎফর হাসানের ‘বিরহ উদ্যান’

প্রকাশিত: ০৪:৩১, ৩০ মে ২০১৫

লুৎফর হাসানের ‘বিরহ উদ্যান’

স্টাফ রিপোর্টার ॥ ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’ খ্যাত জনপ্রিয় শিল্পী লুৎফর হাসান এবার তাঁর চতুর্থ একক এ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। তাঁর চতুর্থ এ্যালবামের নাম ‘বিরহ উদ্যান’। ইতোমধ্যে এ্যালবামের কাজ গুছিয়ে এনেছেন তিনি। বরাবরের মতোই কথাপ্রধান গানেই সাজাচ্ছেন তাঁর ‘বিরহ উদ্যান’। এ্যালবামে গান লিখেছেন ইশতিয়াক আহমেদ, সোহেল অটল, কাসাফাদ্দোজা নোমান, আলিম আল রাজি, হেনরী লুইস, গালিব সর্দার, সাইফ হাসনাত, তানভীর এনায়েত, নাজমুজ্জামান জনি, রাব্বী আহমেদ ও রাকিব হাসান রাহুল। গানগুলোর সঙ্গীত পরিচালনায় আছেন সুমন কল্যাণ, তানভীর তারেক, আহমেদ হুমায়ুন, শান, মাসুম ও রানা আখন্দ। সব গানের সুর করেছেন লুৎফর হাসান নিজেই। আসছে ঈদ-উল-ফিতরে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ হবে ‘বিরহ উদ্যান’। লুৎফর গান লেখেন, সুর করেন ও নিজে গান করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আসলে লেখালেখি খুব পছন্দ করি। সাহিত্যের প্রতি আমার অপার অনুরাগ। আর আমি যেহেতু লেখার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করতে পারছি। সেহেতু আমি সব কাজই করছি। আমার মনে হয় সব বিষয়ে জ্ঞান থাকলে আর তা করলে দোষের কিছু নয়। প্রসঙ্গত, লুৎফর হাসানের প্রথম সলো এ্যালবাম বাজারে আসে ২০১১ সালে নাম ছিল ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’, দ্বিতীয় সলো এ্যালবাম ছিল ‘আমার আকাশ পুরোটাই’ এটা বাজারে আসে ২০১৩ সালে, তৃতীয় সলো এ্যালবাম এসেছে ‘জোনাকিরা’নামে। এছাড়া তার অনেক মিক্সড এ্যালবাম বাজারে আছে।
×