ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী মারাত্মক জখম ॥ ছেলের হাত বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৫:৫১, ১১ মে ২০১৫

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী মারাত্মক জখম ॥ ছেলের হাত বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে সন্ত্রাসীদের বেপরোয়া হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত এবং ছেলের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সন্ত্রাসীরা তাদের বেপরোয়া পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের বাগেরহাট ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন, কচুয়ার টেংরাখালী গ্রামের আজমল শেখ (৫৫), তার স্ত্রী শেফালী বেগম (৪০) ও ছেলে রফিক শেখ (২৫)। শনিবার রাতে একটি দোকান বন্ধ করাকে কেন্দ্র করে বাগ্বিত-ার এক পর্যায়ে টেংরাখালী গ্রামের আরিফ শিকদারের নেতৃত্বে ৭-৮ সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় আজমল শেখের বাম কাঁধ কেটে নেমে যায়, স্ত্রী শেফালী বেগমের মাথা ফেটে যায় এবং ছেলে রফিকের বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ব্যাপারে আজমলের বড় ভাই আফজাল বাদী হয়ে আরিফ শিকদারসহ নয়জনকে আসামি করে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। কচুয়া থানার ওসি শেখ সমশের আলী জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিৎকিসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
×