ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা-যমুনার চরে বাদামের বাম্পার ফলন

প্রকাশিত: ০৬:৩০, ১০ মে ২০১৫

পদ্মা-যমুনার চরে বাদামের  বাম্পার ফলন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ মে ॥ চলতি মৌসুমে পাবনা ও সিরাজগঞ্জ জেলার চরাঞ্চলের পলিযুক্ত বেলে-দোআঁশ মাটিতে বাদামের বাম্পার ফলন হয়েছে। পদ্মা ও যমুনার চরের ২৭ হাজার একর জমিতে ৪৬ হাজার পাঁচ শ’ মেট্রিক টন বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অনুকুল আবহাওয়া এবং বীজ রোপণের পর বৃষ্টি হওয়ায় বাদাম উৎপাদনের এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। পাবনা ও সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাবনা জেলার চরপেচাকোলা, চরআড়ালিয়া, সাঁড়াশিয়া, চরসাফুলা, চরনাগদা, চরঢালা, চরকল্যাণপুর, পূর্বশ্রীকন্ঠদিয়া, পদ্মারচর, চরযমুনা, বাইরচর, শ্রীপুর, খিদ্রদাশুরিয়া, মুরাদপুর, বরাংগাল, ঘোড়জান এবং সিরাজগঞ্জ জেলার মেঘাইরচর, খাসকাউলিয়া, মিনারদিয়াচর, ওমরপুরচর, পয়লারচর, বানতিয়ারচর, মীরকুটিয়ারচর, রস্তমেরচর, সোলজানারচর, দইকান্দিরচর, চরআগবাঙলা, শিমুলকান্দি, বারোপাখিয়ারচর, ধীতপুর, কুশিরচর, ভুমোরিয়া, চাঁমতারা, শিংঘুলি, নয়াহাট, বরংগাইল, ভারদিঘুলিয়া, চরবলরামপুর, চরভাড়ারা, সাদিপুর, সুদিরাজপুর, আশুতোষপুর, কোমরপুর, বীরপুর, পীরপুর, চালাকপাড়া, হঠাতপাড়ারচরসহ ছোট-বড় ১২৫টি চরের ২৫ হাজার একর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়। অনুকুল আবহাওয়া ও বাদামের বাজার দর ভাল থাকায় কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দুই হাজার একর বেশি জমিতে বাদাম চাষ করে। বেড়ার নাকালিয়া ও নগরবাড়ীতে চরাঞ্চলের বাদামকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাদাম বিক্রির পাইকারি মোকাম এবং বাদাম কারখানা।
×