ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টিউলিপ, রূপা ও রুশনারাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৬:০৯, ৯ মে ২০১৫

টিউলিপ, রূপা ও  রুশনারাকে  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বাংলাদেশী বংশোদ্ভূত তিন নারী টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ তথ্য জানান। খবর বিডিনিউজ ও বাসসর। আবদুল হামিদ ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাংলাদেশী বংশোদ্ভূত এই তিন নারীর সাফল্য কামনা করেন। রাষ্ট্রপতি বলেছেন, ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বিজয়লাভ করায় ব্রিটিশ-বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এদের বিজয় ব্রিটিশ রাজনীতিতে অভিবাসী বাংলাদেশীদের অংশগ্রহণকে গৌরবান্বিত করেছে। টিউলিপের বিজয়ে শেখ হাসিনা তাঁর ছোটবোন শেখ রেহানাকেও আন্তরিক অভিনন্দন জানান। ব্রিটেনের শীর্ষস্থানীয় একটি পত্রিকা টিউলিপকে রাজনীতিতে উদীয়মান তারকা হিসেবে উল্লেখ করেছে। টিউলিপকে স্পীকারের অভিনন্দন ॥ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ সিদ্দিক পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে অভিনন্দন জানিয়েছেন। টিউলিপকে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও অভিনন্দন জানিয়েছেন।
×